চাপারকোনা উচ্চ বিদ্যালয়ে ১০৫ তম বার্ষিক  ক্রীড় প্রতিযোগীতা অনুষ্ঠিত 

0
293
নিজস্ব প্রতিবেদক
জামালপুরের সরিষাবাড়ীতে বিপুল উৎসাহ উদ্দীপনা ঐতিহ্যবাহী বিদ্যাপিট চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ১০৫ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল  সকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুল হক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা উদ্বোধন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, ডোয়াইল ইউনিয়নে চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল ফকির, আওয়ামী লীগ নেতা বাবু অজয় কুমার ভৌমিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার রহুল আমিন বেগ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য,শিক্ষক ও অভিভাবসহ আরো অনেকেই।
উল্লেখ যে প্রতিযোগীতায় ১ শ ও ৫০ মিটার দৌড়, লং ও হাই জাম্প, চাকতি, গোলক ও বর্ষা নিক্ষেপ, বালিশ খেলা, চকলেট দৌড়, চিত্রাংকন ও ভারসাম্য খেলাসহ ৩২ টি ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দলীয় নৃত্য ও সংগীত পরিবেশন করেন।