চাঁপাইনবাবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলা।। থানায় অভিযোগ

0
258

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবেশী কামালের পরিবারের উপর অতর্কিত হামলা চালাই আরেক প্রতিবেশী মোঃ মুনি ও তার পরিবারের লোকজন হামলার শিকার ভুক্তভোগী কামাল হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পন্ডিত পাড়া (নামো টোলা) গ্রামের মৃত মোঃ মজিবুর রহমানের ছেলে কামাল হোসেন। তিনি অভিযোগ করে বলেন সামান্য একটি ছাগলের ঘটনাকে কেন্দ্র করে আমার বাড়ির সামনে এসে প্রতিবেশী মুনি তাঁর পরিবারের লোকজন আমাকে ও আমার পরিবার কে খারাপ অশ্লীল ও অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। আমিও আমার পরিবারের লোক জন বিবাদী গনকে গালিগালাজ করতে নিষেধ করলে এক পর্যায়ে বিবাদী মোঃ মুনি (৪৫) পিতা-মৃত শান্তা, মোঃ আল আমিন (২২) পিতা মোঃ মুনি, মোসাঃ হাসনা বেগম (৩৮) স্বামী মুনি, মোসাঃ শারমিন খাতুন (১৭) পিতা মোঃ মুনি, মোঃ মোস্তা (৪৭) পিতা শান্তা, মোসাঃ রোশনা বেগম (৪০) মোঃ মোস্তা তারা সবাই হঠাৎ আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে হাতে লাঠি সোটা লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ছেলের ছয় মাসের গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মারে ও আমার বৃদ্ধ মায়ের মাথায় রড দিয়ে আঘাত করে। সেইসাথে আমাকে এবং আমার ছেলের উপর এলোপাতাড়ি ভাবে অতর্কিত হামলা চালায়, হামলার একপর্যায়ে আমার বাম হাতটি ভেঙে যায় ও আমার মা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। আমাদের আত্মচিৎকারে বাড়ির আশেপাশের লোকজন বেরিয়ে এলে বিবাদী গন বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রান নাশের হুমকি দিয়ে বলেন আমাদের নামে যদি কোনো মামলা করিস তাহলে নারী নির্যাতনের মামলা দিয়ে তোদের কে জেলখানায় পাঠিয়ে দিব। ঘটনা স্থল থেকে পালিয়ে গেলে আশে পাশের লোকজনের সহায়তায় আমিও আমার পরিবারের লোকজনকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে আসে। এ বিষয়ে মোঃ কামাল হোসেন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।