চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সরিষাবাড়ীতে ৪৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

0
171

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়  বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ছিল ৭টি ইউনিয়নে চতুর্থ ধাপের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ৪শ’ ৪১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৫১জন, তন্মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে ৭ জন, জাতীয় পাটি নাঙ্গল প্রতিকে ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে ১ জন, স্বতন্ত্র ৪২ জন। সংরক্ষিত মহিলা সদস্য ৯৩ জন, সাধারণ সদস্য পদে ২৯৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলো, সাতপোযা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন। আবু তাহের (নৌকা) স্বতন্ত্র চেয়ারম্যান পদে  (আ’লীগ বিদ্রোহ) রবিউল ইসলাম, লাল মিয়া, সোহেল মিয়া, সেলিম রেজা,  উম্মত আলী, জয়নাল আবেদীন, বাবলু ও বিএনপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই। সাধারণ সদস্য ৪০ জন ও সংরক্ষিত নারী সদস্য ১২ জন।

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫ জন। আশরাফুল আলম মানিক (নৌকা)  স্বতন্ত্র চেয়ারম্যান পদে (আ’লীগ বিদ্রোহী) সামস উদ্দিন, আব্দুল জলিল রতন, দেলোয়ার হোসেন,আখতারুজ্জামান তরফদার। সাধারণ সদস্য ৫২ ও সংরক্ষিত নারী সদস্য ১৬ জন।

আওনা ইউনিয়নের চেয়ারম্যান পদে ৮ জন। বেল্লাল হোসেন (নৌকা) স্বতন্ত্র চেয়ারম্যান পদে (আ’লীগ বিদ্রোহী) আব্দুর রহিম, মোহাম্মদ হুমায়ুন কবীর, মোহাম্মদ সাহেদ তরফদার  আব্দুল হক, নুরুল ইসলাম, শাহিনুর রহমান ও বিএনপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার বাবু। সাধারণ সদস্য ৪১জন ও সংরক্ষিত নারী সদস্য ১২ জন।

ডোয়াইল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন। আব্দুর রাজ্জাক স্বপন (নৌকা) স্বতন্ত্র চেয়ারম্যান পদে (আ’লীগ বিদ্রোহী) নাছির উদ্দীন,  আব্দুল জলিল, জিন্নাত আলী ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী মোর্শেদুল আলম।  সাধারণ সদস্য ৫০ জন ও সংরক্ষিত নারী সদস্য ১৯ জন।

মহাদান ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন। আনিছুর রহমান জুয়েল (নৌকা) স্বতন্ত্র চেয়ারম্যান পদে (আ’লীগ বিদ্রোহী) আজমত আলী মাস্টার, আনোযার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল হারুন, মমিনুল ইসলাম, হুমায়ুন কবীর, জাতীয় পার্টির (নাঙ্গল) শফিকুল ইসলাম বাগা, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) আবু তাহের।  সাধারণ সদস্য ৪৩ জন ও সংরক্ষিত নারী সদস্য ১৬ জন।

কামরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন। আব্দুস সালাম (নৌকা) স্বতন্ত্র চেয়ারম্যান পদে (আ’লীগ বিদ্রোহী) এমদাদুল হক তালুকদার, জালাল উদ্দীন,রবিউল ইসলাম,জাকির হোসেন, শরিফ আহম্মেদ, হাবিবুর রহমান, ছানোয়ার হোসেন, ছামিউল হক। সাধারণ সদস্য ৩৫ জন ও সংরক্ষিত নারী সদস্য ৮ জন।

ভাটারা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন। বোরহান উদ্দিন বাদল (নৌকা)স্বতন্ত্র চেয়ারম্যান পদে (আ’লীগ বিদ্রোহী) আব্দুল হাই, রফিকুল ইসলাম, সুলতান মাহমুদ, হারুন রশীদ খান (বিএনপি) শফিকুল ইসলাম (ইসলামী শাসনতন্ত্র)। সাধারণ সদস্য ৩৬ জন ও সংরক্ষিত নারী সদস্য ১০ জন।

আগামী ২৯ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৬ ডিসেম্বর প্রার্থী প্রত্যাহার এবং ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মকসুদ আলম বলেন, উৎসবমুখর পরিবেশে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।