চট্টগ্রামে ৩ দিন পর নিখোঁজ সাংবাদিক সারোয়ার উদ্ধার

0
233


চট্টগ্রাম অফিসঃ
চট্টগ্রামে নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারের খোঁজ মিলেছে। আজ রবিবার (১ নভেম্বর) রাত পৌনে ৮টায় জেলার সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় রাস্তার পাশে ব্রীজের নীচে তাকে মুমূর্ষু অবস্থায়। অ্যাম্বুলেন্স থেকে অজ্ঞাতনামা ব্যাক্তিরা ফেলে জানায় প্রতক্ষ্যদর্শীরা।

পরে আহত অবস্থায় রাস্তার পাশে তাকে পাওয়ার পর স্থানীয়রা কুমিরার একটি ডেকোরেশনের দোকানে রাখে। সেখানে ভীত সন্ত্রস্ত অবস্থায় চিৎকার বলতে থাকেন ‍‍প্লীজ আমাকে আর মারবেন না, আমি আর কোন নিউজ লিখবো না”।

এদিকে সাংবাদিক গোলাম সারোয়ার সন্ধান পাওয়ার খবরে সিএমপির কোতোয়ালী থানার পুলিশের একটি টিম আর্ধঘন্টার মধ্যে সীতাকুণ্ডের ঘটনাস্থলে পৌছে সাংবাদিক সারোয়ারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বলে জানান কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।

ওসি মোহাম্মদ মহসীন জানান, আমরা সারোয়ারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছি। তিনি খুবই দুর্বল তাকে আগে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা দরকার। পরে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার পর নগরীর ব্যাটারী গলিস্থ বাসা হতে বের হবার পর থেকে নিখোঁজ হন তরুণ সাংবাদিক সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার স্টাফ রিপোর্টার ও নিউজ সিটিজির সম্পাদক গোলাম সারোয়ার।

এ ব্যাপারে সিএমপির কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আজকের সূর্যদয়ের সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী। (জিডি নং ২২৩৩। তারিখ-২৯-১০-২০২০)।