চট্টগ্রামে জীবিত আসামিকে মৃত দেখিয়ে চার্জশিট: অধিকতর তদন্তের নির্দেশ

0
219


চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে জীবিত আসামিকে মৃত দেখিয়ে চার্জশিট থেকে বাদ দেয়ার ঘটনায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনারকে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম ওসমান গণি এ আদেশ দেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও বায়েজিদ থানার উপপরিদর্শক দীপংকর রায়কে শোকজ ও স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. আবিদ হোসেন আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সুত্রে জানাগেছে, ২০১৮ সালে বায়েজিদ থানার রৌফবাদ এলাকায় হত্যাচেষ্টার একটি মামলা হয়, যার আসামি করা হয় ৭ জনকে। পরের বছর ২০১৯ সালের ডিসেম্বরে এই মামলার অন্যতম আসামি জয়নাল বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন দাবি করে তাকে মামলা থেকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। সম্প্রতি ওই মামলার আসামি জয়নাল আদালতে সশরীরে হাজিরা দিতে গেলে প্রকাশ পায় আসল ঘটনা।

মামলার আসামি মোহাম্মদ জয়নাল বলেন, ‘আমি বলে মৃত। আমি বললাম আমি কখন মরলাম? উকিলকে কল করলাম, উনি বললো তোমার কোন সমস্যা হবে না।

জীবিত আসামিকে মৃত দেখিয়ে বাদ দেওয়ায় এই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদি শাহ আলম।

২০১৯ সালে ১লা সেপ্টেম্বর বায়েজিদ আমিন জুট মিল এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মারা যায় জয়নাল নামে এক কিশোর। পুলিশ তাকে হত্যা চেষ্টা আসামী জয়নাল দেখিয়ে জীবিত আসামি জয়নালকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে অভিযোগপত্র জমা দেয়া এই ঘটনার পর বায়েজিদ থানার উপপরিদর্শক দীপংকর রায়কে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা দেয়ার সুপারিশ করা হয়।