চট্টগ্রামে ইউএসটিসি’র ভর্তি মেলা ও ব্যবসায় প্রসাশন এর প্রদর্শনী শুরু

0
391

চট্টগ্রাম প্রতিনিধিঃ

ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলোজি চিটাগাং (ইউএসটিসি) এর ২২ এবং ২৩ই মে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুই দিনব্যাপি নতুন ভর্তি মেলার আয়োজন করা হয়েছে।

এই উপলক্ষ্যে ব্যবসায় প্রসাশন, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি, সিএসই এবং ইইই এই সকল বিভাগগুলো তাদের তথ্য ও সুযোগ-সুবিধা তুলে ধরে।

এর ফলে নতুন ছাত্র-ছাত্রীরা বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পেরেছে এবং ভর্তি কার্যক্রম খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

এর পাশাপাশি ২৩ই মে, শেষ দিনে ব্যবসায় প্রসাশন বিভাগের ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন উদোক্তাদের পণ্য ও সেবা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। একই সাথে, এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত এবং প্রাক্তন ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের সমাগম হয়।

দুই দিনের এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিজ্ঞান কলেজ এর সহকারী অধ্যক্ষ জনাব ফরিদ, এন. আই. টি. এর সভাপতি জনাব আহসান হাবিব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এর সাবেক সভাপতি, কবি ও সাংবাদিক জনাব নাজিমুদ্দীন শ্যামল।

একই সাথে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর নুরল আবসার, রেজিষ্টার দিলিপ কুমার বড়ুয়া, সহকারী রেজিষ্টার আনিস শরীফ, প্রকটর কাজী নুর-এ-আলম সিদ্দিকী, সেন্ট্রাল এডমিশন কমিটি এর সভাপতি ড. সৈয়দ আলী ফজল এবং সকল শিক্ষকবৃন্দ।