চট্টগ্রামে ইউএসটিসি’র দুইদিন ব্যাপী ভর্তি মেলা অনুষ্ঠিত

0
172

২২ জুলাই ২০২২, চট্টগ্রামঃ

চট্টগ্রামের প্রথম এবং ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলোজি চিটাগাং (ইউএসটিসি) এর ২০ এবং ২১ই জুলাই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুই দিনব্যাপি ভর্তি মেলার আয়োজন শেষ হয়েছে।

এই উপলক্ষ্যে ব্যবসায় প্রসাশন, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি, সিএসই এবং ইইই এই সকল বিভাগগুলো তাদের তথ্য, বিভিন্ন স্কলারশিপ ও সুযোগ-সুবিধা তুলে ধরে। একই সাথে ইউএসটিসি কর্তৃপক্ষ দর্শনার্থী, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপিং ক্যাম্পেইনের ব্যবস্থা করেছিলো।

ইউএসটিসির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নুরুল আবছার অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়াও আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব সাইফুর রহমান বাবর, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (সিএসটিআই) অধ্যক্ষ জনাব ইঞ্জি. মাহাবুবুল আলম, কেন্দ্রীয় ভর্তি কমিটির চেয়ারম্যান ড. সৈয়দ আলী ফজল, রেজিস্ট্রার জনাব দিলীপ বড়ুয়া, ইউএসটিসির বিভিন্ন বিভিন্ন অনুষদের ডিন ও প্রধানগণসহ শিক্ষক ও শিক্ষার্থীরা মেলার উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন।