ঘর শীতল করবেন যে ভাবে

5
276


নিউসান ডেস্ক:
খুব বেশি আসবাবের ব্যবহার ঘরের পরিবেশকে ঘিঞ্জি করে তোলে। ফলে ঘরের পরিবেশ গরম বলে অনুভূত হয়। দেখবেন, হালকা ছিমছাম আসবাব দিয়ে ঘর সাজালে চোখে এক ধরনের প্রশান্তির অনুভব হচ্ছে। কারণটা আর কিছুই নয়, স্থাপত্যবিদেরা মনে করেন চোখের শান্তির সঙ্গে মনের প্রশান্তি আর অনুভূতির রয়েছে এক বিশাল সংযোগ। ঠিক যে কারণে সবুজ দেখলে মন সতেজ হয়। ঘরে আসবাব কম রাখার বিষয়টি ঠিক সে রকমই। ঘরের ভেতরের পরিবেশ ঠান্ডা রাখার জন্য এটা খুব জরুরি।
এ ছাড়া ঘরের ভেতর গাছ রাখলে পরিবেশ কিছুটা শীতল হয়। তবে যাঁদের ঘরে গাছ রাখা সম্ভব নয়, তাঁরা চাইলে মাটির পাত্রে পানি রেখে তাতে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিতে পারেন। রাতের বেলায় সেই পাত্রেই রাখতে পারেন সুগন্ধি মোম। মোমের আলো ঘর ঠান্ডা রাখে। ঘর ঠান্ডা রাখার আরেকটি পদ্ধতি হলো ঘরের ভেতর ফ্যানের নিচে পানি ভর্তি বালতি রেখে দেওয়া। এ ছাড়া ঘুমাতে যাওয়ার আগে ঘরের পর্দায় পানি স্প্রে করে নিতে পারেন। এতে বাইরের গরম বাতাস ঘরে ঠান্ডা হয়ে ঢুকবে।