গোপালপুরে ‘ম্যাজিক বাউলিয়ানা’ সেরা শিল্পী পলাশকে সংবর্ধনা

7
313

কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল) থেকে

মাছরাঙা টেলিভিশন আয়োজিত বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’ এ নির্বাচিত সেরা শিল্প, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরের গর্ব পলাশ শীলকে তার নিজ উপজেলা পরিষদ কর্তৃক সংবর্ধনা প্রদান করেছে।

বৃহস্পতিবার বিকেলে গোপালপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত, সংবর্ধনা অনুষ্ঠানে ‘ম্যাজিক বাউলিয়ানা’ সেরা শিল্পী পলাশের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন, উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

বাউল শিল্পী পলাশ নিজ জন্মভূমি গোপালপুরের মাটিতে সংবর্ধিত হওয়ায়, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ অনুষ্ঠান আয়োজনে সংশ্লিষ্ট সবার প্রতি শ্রদ্ধাসহ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে উপস্থিত সকলের প্রতি দোয়া কামনা করে গান পরিবেশন করেন।