গোপালগঞ্জ সদর উপজেলায় জিআর ও ভিজিএফ সহযোগিতা কার্যক্রম শুরু

0
300

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:

কোভিড – ১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপ করায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জিআর (নগদ সহায়তা) প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উরফি ইউপি কার্যালয় চত্বরে ইউনিয়নের “এ” ও “বি” শ্রেণির পরিবার পরিবার পরিচিতি কার্ডধারীদের মাঝে প্রতিজনকে ৫’শ টাকা করে মোট ৫’শ জনকে নগদ সহায়তা প্রদান করা হয়।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুর রহমান, উরফি ইউপি চেয়ারম্যান গাজী মো: ইকবাল হোসেন, সদর জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী এবং ট্যাগ অফিসার রতন কুমার সাহা সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত উপকারভোগীদের উদ্দেশ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুর রহমান বলেন, কোভিড – ১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপ করায় কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হিসেবে আজ আমরা উরফি ইউনিয়নের ৫’শ জনকে জিআর বা নগদ সহায়তা প্রদান করতে পেরেছি, পরবর্তীতে ভিজিএফ সহযোগিতা প্রদান করা হবে, ধারাবাহিকভাবে অন্যান্য ইউনিয়নেও এজাতীয় সহযোগিতা অব্যাহত থাকবে।