গোপালগঞ্জ ব্লাড ডোনেট গ্রুপের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

0
354

মিজানুর রহমান মানিক, গোপালগঞ্জ:

“স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ” স্লোগানকে ধারণ করে স্বেচ্ছাসেবী সংগঠন “গোপালগঞ্জ ব্লাড ডোনেট গ্রুপের” ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।।

বুধবার বিকেলে সরকারি বঙ্গবন্ধু কলেজের কলাভবনের হলরুমে মামুন ইসলামের সভাপতিত্বে এবং জোবায়ের আহমেদ ও মুরাদ হোসেনের নেতৃত্বে “গোপালগঞ্জ ব্লাড ডোনেট গ্রুপের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও কেক কাটার মাধ্যমে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।।

গোপালগঞ্জ ব্লাড ডোনেট গ্রুপের আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সরকারি বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ ড. মো: মহব্বত আলী, গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি সিকদার নূর মোহাম্মদ দুলু, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো: হাবিবুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফকরুজ্জামান এবং স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ফেরিওয়ালার মুখ্য সমন্বয়ক মিজানুর রহমান মানিক ছিলেন।

আশিকুর রহমান আশিক ও শেখ ডালিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে রক্তদান সহ বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কাজে স্বেচ্ছায় ভূমিকা রাখা গোপালগঞ্জের ২৩টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় মানুষকে রক্ত দিয়ে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াতে উপস্থিত স্বেচ্ছাসেবকদের প্রতি আহবান জানান।