গোপালগঞ্জ জেলা প্রশাসনের এক লক্ষ মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন

5
467
গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা সোমবার সকালে জেলায় বিনামূল্যে সাধারণ মানুষের মাঝে এক লাখ মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় তিনি নিজেই সেখানে অবস্থানরত মাস্কবিহীন মানুষদের মাস্ক পরিয়ে দেন। -ছবিঃ ডেইলিনিউসান

মিজানুর রহমান মানিকঃ

কোভিড-১৯ মহামারীর এই সময়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক শাহিদা সুলতানা সোমবার সকালে জেলায় বিনামূল্যে সাধারণ মানুষের মাঝে এক লাখ মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেছেন।

সোমবার সকাল ১০ টায় তিনি জেলা শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় এই কর্মসূচীর উদ্বোধন করেন এবং তিনি নিজেই সেখানে অবস্থানরত মাস্কবিহীন মানুষদের মাস্ক পরিয়ে দেন।

একই সময় জেলার ৫ উপজেলার ৬৭ ইউনিয়ন ও ৪ পৌরসভা একযোগে এই মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও মাস্ক বিতরণে সাহায্যকারী রোভার স্কাউটস ও বিডি-ক্লিনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে বেলা ১১ টায় শহরে ৫ হাজার মানুষের মধ্যে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে করোনা সুরক্ষা সামগ্রী ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে শহরে ব্যাপক ভাবে মাইকিং করা হয়।

বুধবার ভোর ৬ টা থেকে শুরু হচ্ছে লকডাউন: এদিকে সোমবার সরকার করোনাভাইরাসের সংক্রমণ সামাল দিতে বুধবার থেকে এক সপ্তাহ সব ধরনের অফিস ও পরিবহন চলাচল বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই সময় সব সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত অফিস এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হলেও স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিল্প কারখানা চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে।