গোপালগঞ্জে ১’শ টাকা খরচে কনস্টেবল হিসেবে নিয়োগ পেলেন ২৪ জন

7
185

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:

গোপালগঞ্জে মাত্র ১’শ টাকার চালান খরচ দিয়ে কনস্টেবল হিসেবে নিয়োগ পেলেন জেলার বিভিন্ন উপজেলার ২২ জন পুরুষ ও ২ জন নারী।

শুক্রবার সন্ধায় গোপালগঞ্জের পুলিশ লাইন্সের ড্রিল সেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ – ২০২১ এর ফল প্রকাশ অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিপিএম ২৪ জনের ফল প্রকাশ করেন।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ – ২০২১ এর ফল প্রকাশ অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের অপর দুই সদস্য অতিরিক্ত পুলিশ সুপার সদস্য মাঈন উদ্দীন চৌধূরী ও মনিরুজ্জামান ফকির ছাড়াও গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মরত উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ – ২০২১ এ তিন দিনের মাঠ পরীক্ষা, লিখিত, মনস্তাত্বিক ও ভাইভা পরীক্ষা শেষে ৯’শ ৬০ জন অংশগ্রহণকারীর মধ্যে উত্তীর্ণ হন নারী কোটায় ২ জন, মুক্তিযোদ্ধা (পুরুষ) কোটায় ৬ জন, পোষ্য (পুরুষ) কোটায় ২ জন, আনসার কোটায় ১ জন এবং সাধারণ (পুরুষ) কোটায় ১৩ জন, মোট ২৪ জন এবং ৫ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়।

পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিপিএম ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং পুলিশ বিভাগের সেবাকে আরো মানসম্মত ও জনবান্ধব করতে বাংলাদেশ পুলিশের ইনস্পেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ মহোদয়ের পরিকল্পনা ও নির্দেশনা এবং ঢাকা রেঞ্জের ডিআইজিপি মো: হাবিবুর রহমান মহোদয়ের নিবিড় তত্ত্বাবধানে সম্পূর্ণ নতুন নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে যোগ্য, দক্ষ ও মানসম্মত কনস্টেবল নিয়োগ নিশ্চিত করা হয়।

তিনি আরো বলেন, আমাদের সেবার মান আরো বাড়াতে হবে, গরীব ও অসহায় মানুষের সুবিচার নিশ্চিত করতে হবে।

গোপালগঞ্জ সদর উপজেলাধীন গোপীনাথপুর ইউনিয়নের উত্তর পাড়ার মৃত চান মিয়ার পুত্র সাকিব তার প্রতিক্রিয়ায় জানান, তিন দিনের মাঠ পরীক্ষার ২য় দিনে আমার বাবা মারা যান, আমি দমে যাইনি, মনকে পাথর করে ৩য় দিনের মাঠ পরীক্ষায় অংশ নিয়েছি, কিভাবে উত্তীর্ণ হয়েছি, আমি বলতে পারবো না, বাবার মৃত্যুর খবর আমি স্যারদেরকে জানালে স্যাররা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন, সবকিছুই আল্লাহর হাতে, একমাত্র আল্লাহই আমাকে শক্তি দিয়েছেন।

সাকিব আরো বলেন, টাকা ছাড়া নিয়োগ, ভাবতেই পারছিনা, আমার খুব ভালো লাগছে, শুধু একটাই আফসোস, আমার চাকরি হওয়ার খবরটা আমার বাবা শুনে যেতে পারলেন না।

ফল প্রকাশ শেষে উত্তীর্ণ হওয়া ২৪ জনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিপিএম।