গোপালগঞ্জে ১শ’ জন ফুটবলারের মাঝে ফুটবল বিতরণ করলেন জেলা প্রশাসক

7
195

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:

গ্রাম কিংবা শহর, যেকোনো বয়সের মানুষের প্রিয় সীমিত সময়ের খেলা ফুটবল। এ খেলা দেখে দর্শকরা যেমন নির্মল আনন্দ পান, তেমনি প্রতিটি খেলোয়াড়ের শরীর ও মন দু’টোই থাকে ফিট। বর্তমান সময়ে একটা বিষয় লক্ষনীয়, সাম্প্রতিক কালে কিশোর – যুব সমাজ ভয়ানকভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, কেউ চরম ক্ষতিকর গেমস্ এ, আবার কেউবা ঝুঁকছে অন্য কোনো নিষিদ্ধ মুভির দিকে।

আগামীর উন্নত বাংলাদেশের নেতৃত্বদানকারী এ প্রজন্মকে মাঠমুখি করার লক্ষ্যে গোপালগঞ্জ শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানের মাধ্যমে কোটালিপাড়ার ১৬টি ইউনিয়নের ১শ’ জন খেলোয়াড়কে ১টি ফুটবল বিতরণ করা হয়েছে।

আজ (শনিবার) বিকেলে কোটালীপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কলাবাড়ি ও সাদুল্লাপুর ইউনিয়নের মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ২ – ০ গোলের ব্যবধানে বিজয়ী হয় সাদুল্লাপুর ইউনিয়ন একাদশ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কারের ট্রফি এবং ১শ’ জন খেলোয়াড়ের মাঝে ১টি করে ফুটবল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইলিয়াছুর রহমান, কোটালীপাড়া নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলী নঈম খান জিমি, সদস্য জাহাঙ্গীর কবির, জিহাদ খান প্রমূখ।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, শরীর ও মন ঠিক রাখতে নিয়মিত খেলাধূলার কোনো বিকল্প নেই, পড়াশুনার পাশাপাশি বিকেলে নিয়মিত খেলাধূলা করতে হবে, মাঠে আসতে হবে। তাহলেই একটা সুস্থ্য জাতি গঠন সম্ভব। আর এজন্য, পরিবার প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, সরকারি সেবা প্রদানকারী দপ্তর সমূহ সকলকে একযোগে কাজ করতে হবে।