গোপালগঞ্জে স্বামী নির্যাতিতাকে আর্থিক সহযোগিতা প্রদান

0
314

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে স্বামী নির্যাতিতার হাতে আর্থিক সহযোগিতা দিয়েছে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি। নির্যাতনে অসুস্থ রাজিয়া বেগমের (৩০) চিকিৎসার জন্য ৮ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে এ অনুদানের চেক তুলে দেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহীদুল ইসলাম। এসময় ব্র্যাকের গোপালগঞ্জ জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল ফারুক, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক জয়মালা মন্ডল, কর্মসূচী সংগঠক মোসাম্মত সাকিলা আরজু উপস্থিত ছিলেন।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সংগঠক মোসাম্মত সাকিলা আরজু জানান, গত ২ মাস আগে শহরের নবীনবাগ এলাকার রাজিয়া বেগম তার স্বামী বিপুল মোল্লার বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ নিয়ে আসেন।

অভিযুক্ত বিপুল বিভিন্ন সময় রাজিয়ার উপর শারীরিক ও মানসিক নির্যান চালিয়ে আসছিল। নির্যাতনের ফলে হাসপাতালেও থাকতে হয়েছে রাজিয়াকে। তখন ব্র্যাক রাজিয়ার পাশে ছিল। বর্তমানে তার কানের চিকিৎসার জন্য এ আর্থিক সহযোগিতা করা হয়েছে বলেও জানান সাকিলা।