গোপালগঞ্জে স্বপ্নের ঘরে প্রবেশ করলেন গৃহহীন মানুষ

0
210


গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:

মুজিব বর্ষ উপলক্ষ্যে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার আশ্রয়ন প্রকল্প – ২ এর আওতায় গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপিনাথপুর ইউনিয়নের গৃহহীনদের মাঝে “স্বপ্নের শত পল্লী”র ঘর বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে মেরী গোপিনাথপুর ইউনিয়নের গোহালা নামক স্থানে গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প – ২ এর আওতায় নির্মিত ৫২টি ঘর বিতরণ করা হয়। এসকল ঘর বিতরণের মধ্য দিয়ে ইউনিয়নের ৫২টি গৃহহীন পরিবার লটারীর মাধ্যমে প্রাপ্ত ঘরের ক্রমিক নাম্বার চিহ্নিত স্ব স্ব ঘরে প্রবেশ করেন।

মেরী গোপীনাথপুর ইউনিয়নের বর্ষীয়ান মুরব্বী আব্দুল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘর বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চু, দৈনিক যুগান্তর পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবির, প্রথম আলোর গোপালগঞ্জ প্রতিনিধি নুতন শেখ, দি এশিয়ান এইজ এর গোপালগঞ্জ প্রতিনিধি ও গোপালগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মিজানুর রহমান মানিক, ইউপি সদস্য শরীফ বাবর আলী, শান্ত কাজী, সংরক্ষিত মহিলা সদস্য ঝর্না বেগম, শাহানারা বেগম, পলি বেগম সহ সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী উজ্জ্বল মন্ডল, প্রধান সহকারী কামরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন ঘর প্রাপ্তদের উদ্দেশে বলেন, মুজিব বর্ষ উপলক্ষ্যে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার আশ্রয়ন প্রকল্প – ২ এর আওতায় যেসব ঘর আপনারা পেলেন, ঘরগুলো যত্ন করে ব্যবহার করবেন। আর যিনি এসকল ঘরের ব্যবস্থা করে দিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে সমাজের অসহায়, গৃহহীন, আশ্রয়হীন মানুষদের জন্য তিনি আরো কিছু করতে পারেন।

উল্লেখ্য, মেরী গোপিনাথপুর ইউনিয়নে আশ্রয়ন প্রকল্প – ২ এর আওতায় মোট ১’শটি গৃহহীন পরিবার ঘর পাবেন, এরমধ্যে ৫২টি ঘর বিতরণ করা হয়, অবশিষ্ট ঘরগুলি খুব শীঘ্রই বিতরণ করা হবে বলে জানান অফিস সংশ্লিষ্টরা।

আশ্রয়ন প্রকল্প – ২ এর ঘরগুলোর ডিজাইনে আদর্শিক যে বিষয়টি নজরে পড়বে, সেটি হলো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় নৌকা প্রতীক প্রতিটি ঘরের চালায় স্থান পেয়েছে।

লটারীতে প্রাপ্ত ৭ নং ক্রমিকের ঘর পেয়ে অজিত এর স্ত্রী তার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেন।