গোপালগঞ্জে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন

0
301

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:

“সাঁতার হলো সর্বোত্তম ব্যায়াম” বইয়ে পড়া কথাগুলোর বাস্তব অনুশীলন নিশ্চিত করতে গোপালগঞ্জে সাঁতার প্রতিযোগিতা – ২০২১ এর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

সোমবার সকালে শহরের লেকপাড়ে অবস্থিত গোপালগঞ্জ সুইমিং কমপ্লেক্সে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাঁতার প্রতিযোগিতা – ২০২১ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: উসমান গণি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: আব্দুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার মোহসিন উদ্দিন, সহকারী কমিশনার মো: রোকনুজ্জামান প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নদী-বিল-হাওড়-বাওড়ের দেশ বাংলাদেশের বর্তমান প্রজন্ম সাঁতার বিমূখ হয়ে পড়েছে, আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় আমাদের দেশের প্রতিযোগিরা কাংখিত প্রত্যাশা পূরণ করতে পারছেনা।

শরীরকে সুস্থ্য রাখার জন্য সাঁতার সর্বোত্তম ব্যায়াম, অথচ আজকালকার অধিকাংশ বাচ্চারা সাঁতার জানেনা। অন্যদিকে, পানি সংশ্লিষ্ট দুর্ঘটনায় সাঁতার না জানার জন্য প্রতিবছর প্রাণহানি ঘটছে। এজন্য সাঁতার শেখা ও নিয়মিত অনুশীলনের বিকল্প নেই।

বক্তারা আরো বলেন, আজকের এই সাঁতার প্রতিযোগিতার পাশাপাশি মাসব্যাপী সাঁতার প্রশিক্ষন অনুষ্ঠিত হবে।

জেলা ক্রীড়া সংস্থার অফিস সূত্রে জানা যায়, এ বছরের সাঁতার প্রতিযোগিতায় জেলার ৫ উপজেলা থেকে বাটারফ্লাই ও ফ্রি স্টাইল ইভেন্ট দুটিতে ৮ জন করে মোট ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।