গোপালগঞ্জে সরকারি অধিগ্রহনের বাইরে ২০০ দোকান উচ্ছেদের বিরুদ্ধে মানববন্ধন

0
175

গোপালগঞ্জ প্রতিনিধি, ৩ এপ্রিল ২০২২ঃ

গোপালগঞ্জ জেলার মুকুসুদপুর উপজেলাধীন জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর গ্রামের ভেতর দিয়ে গোপালগঞ্জ থেকে টেকেরহাট পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য অধিকৃত ২০ টি দোকানের স্থলে ২০০ দোকান উচ্ছেদ করার প্রতিবাদে ভুক্তভোগী দোকান মালিকেরা রবিবার সকালে মানববন্ধন করেছে।

মানববন্ধনকারীরা অভিযোগ করেন স্থানীয় জোসনা মার্কেটের মাত্র ২০ টি দোকান বাাঁচাতে গিয়ে রাস্তা সংস্কারের নকশা বর্হিভুত এলাকার ২০০ টি দোকান উচ্ছেদ করা হচ্ছে। এই উচ্ছেদ কার্যক্রম ‘অবৈধভাবে’ সংগঠিত হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

অবিলম্বে অবৈধভাবে ২০০ দোকান উচ্ছেদ বন্ধ করে রাস্তার প্রকৃত নকশা অনুযায়ী নির্দিষ্ট ২০ দোকান ভেঙে নতুন রাস্তা করা হোক বলে দাবী করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবী করেন রাস্তার মানচিত্র বদলে অবৈধভাবে ২০০ টি দোকান উচ্ছেদের সাথে জোসনা মার্কেটের স্বত্বাধিকারী জোসনা মজুমদারে সংশ্লিষ্টতা আছে। জোসনা সরকারি জায়গা দখল করে মার্কেট করেছে এবং সেটা রক্ষা করতে অন্যদের বৈধ জায়গায় থাকা দোকান উচ্ছেদ হচ্ছে বলে অভিযোগ করেন মানবন্ধনের বক্তারা।

জোসনা মজুমদারের বিচার চেয়ে মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় ভুক্তভোগী দোকানমালিকেরা অবৈধ উচ্ছেদ অবিলম্বে বন্ধ করে সরকারি নকশা অনুযায়ী রাস্তা নির্মানের দাবী জানান।