গোপালগঞ্জে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন’ ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত

0
258


গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিকঃ
“ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যু ঝুঁকি কমান” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন’ ২০২১ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জনের সম্লেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: গোধূলী বিশ্বাস, জেলা ইপিআই সুপার দিপক কুমার দাস ও পরিসংখ্যানবিদ মো: মনিরুল ইসলাম।
এবছর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলার ৬ থেকে ১১ মাস বয়সের ২৫ হাজার ৯’শ ৭৯ জনকে নীল ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৫৫ হাজার ৮’শ ২৭ জন শিশুকে লাল ক্যাপসুল অর্থাৎ মোট ১লাখ ৮১ হাজার ৮০৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে সদর উপজেলায় ৪০ হাজার ৯৬৫ জন, কাশিয়ানী ৩৬ হাজার ৩৩২ জন, কোটালীপাড়া ৩৫ হাজার, মুকসুদপুর ৪৬ হাজার ৯৮৫ জন, টুঙ্গিপাড়ায় ১৪ হাজার ৯২৫ জন ও গোপালগঞ্জ পৌরসভায় ৭ হাজার ৫৯৯ জন শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়নো হবে।
উল্লেখ্য, আগামি ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত শুক্রবার ব্যতীত সপ্তাহের অন্যান্য কর্মদিবসে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।।
জেলায় ৭টি স্থায়ী ও ১ হাজার ৬’শ ৯৮টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১হাজার ৭’শ ৫টি কেন্দ্রে এসব ক্যাপসুল খাওয়ানো হবে।
কর্মশালায় গোপাগালগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন।