গোপালগঞ্জে বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উদযাপিত

0
55

মিজানুর রহমান মানিক, গোপালগঞ্জ:

গোপালগঞ্জে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” প্রতিপাদ্যকে ধারণ করে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।।

শনিবার দিবসের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বরে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন – ফেষ্টুন ওড়ানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

এরপর সুশাসন চত্বরের সামনে বঙ্গবন্ধু সড়কে অনুষ্ঠিত হয় মানববন্ধন। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা / কর্মচারী, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ স্ব স্ব ব্যানার, ব্যান্ডপার্টি সমেত অংশগ্রহণ করেন।

মানববন্ধনের পরে জেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সমন্বয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্নীতিবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট কাজী মাহবুবুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির, শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজীর আহমেদ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মেজর সরদার নুরুল ইসলাম, বিটিএফও (অব:) উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মানিক।

বক্তার বলেন, যথাযথ গুরুত্বের সাথে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ সারাবিশ্বে উদযাপিত হচ্ছে। দুর্নীতি দমনে শুধু আইন প্রয়োগই নয়, প্রতিরোধ কার্যক্রমও জরুরি। সারাবিশ্ব আজ দুর্নীতির বিরূদ্ধে ঐক্যবদ্ধ।

বক্তারা আরো বলেন, দুর্নীতি দমন ও প্রতিরোধ যুদ্ধে সরকার ও জনগনের সমন্বিত পদক্ষেপ, এটা একটা টিমওয়ার্ক। প্রয়োজন সামাজিক আন্দোলন। মানুষকে নীতি – নৈতিকতার জীবনে অভ্যস্ত হওয়া এখন সময়ের দাবি, লোভহীন জীবন পরিচালনার মানসিকতা তৈরি করতে হবে।