গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ছবি প্রদর্শনী গ্যালারী উদ্বোধন

0
81
গোপালগঞ্জ পৌরপার্ক চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বঙ্গবন্ধুর ছবি প্রদর্শণী গ্যালারীর উদ্বোধন করছেন। -দিডেইলিনিউসান

মিজানুর রহমান মানিক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী ও কাউন্সিলরদের আয়োজনে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শণী গ্যালারীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে পৌরপার্ক চত্বরে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বঙ্গবন্ধুর ছবি প্রদর্শণী গ্যালারীর উদ্বোধন করেন। এসময় বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জের ডিআইজি মো: হাবিবুর রহমান, পিপিএম (বার), বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধূরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী এই প্রতিবেদককে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আমরা গোপালগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেছি, যার ফলে বিভিন্ন বয়স ও শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর জীবনের নানা দিক এবং দালীলিক এই ছবিগুলো দেখে সঠিক ইতিহাস জানতে পারবেন।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. হারূনার রশিদ সূত্রে জানা যায়, আজ (বুধবার) থেকে আগামি ২৮ মার্চ, ২০২১ তারিখ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারনের জন্য এই গ্যালারী উম্মুক্ত থাকবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর ছবি প্রদর্শণী গ্যালারীতে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের সঠিক ইতিহাস সম্বলিত মোট ১’শটি ছবি স্থান পেয়েছে।