গোপালগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

0
306

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:

গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বুধবার নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দিন ব্যাপী সচেতনতামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়নে গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান প্রধান অতিথি হিসাবে এবং গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ মইনুল হাসান, গোপালগঞ্জ জনশক্তি ও কর্মসংস্থান কর্মকর্তা আবু মুসা মোঃ রেজাউল করিম, প্রেসক্লাব গোপাগঞ্জ এর মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ জেলা আ’লীগ এর দপ্তর সম্পাদক মোঃ ইলিয়াস হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ট্রেডের প্রশিক্ষক তাপস কুমার দাস স্বাগত বক্তব্য প্রদান করেন এবং কম্পিউটার ট্রেডের প্রশিক্ষক গাজী আবিদ রায়হান প্রবন্ধ পাঠ করেন।

ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতা, ইমাম, এনজিও কর্মী, গোপালগঞ্জের প্রিন্টিং ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গ্রাম পুলিশ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন যে, নিরাপদ অভিবাসন নিশ্চিত করার জন্য আমাদের উচিত সরকারের যথাযথ গাইডলাইন অনুসরণ করা এবং বিভিন্ন ট্রেড ভিত্তিক নিজেদের দক্ষ করে তোলা। তারা আরও বলেন যে, বিদেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদেরকে দালাল মুক্ত থাকা উচিৎ।

দিনব্যাপী এ সেমিনারে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ একেএম শাহীদুল ইসলাম চৌধুরী।