গোপালগঞ্জে নতুন নিয়মে পুলিশ কনস্টেবল নিয়োগ বিষয়ে জানলেন কর্মকর্তাগণ

0
164

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:
গোপালগঞ্জে নতুন নিয়মে পুলিশ কনস্টেবল নিয়োগ উপলক্ষ্যে শনিবার বিশেষ এক কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

জেলা পুলিশের আয়োজনে বিশেষ এই কর্মশালায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিপিএম।

বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে নতুন নিয়মে কনস্টেবল নিয়োগের যাবতীয় নিয়ম – কানুন এবং এ সংশ্লিষ্ট সরঞ্জামাদি ব্যবহারের পদ্ধতিসমূহ হাতে – কলমে শেখানোর উদ্দেশ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার মো: মিজানুর রহামন সহ বিভিন্ন পর্যায়ের ১’শ ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিপিএম কর্মশালায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সম্পূর্ণ নতুন নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে যোগ্য, দক্ষ ও মানসম্মত কনস্টেবল নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে আজকের এ কর্মশালা। আমরা আশা করছি, নতুন এ নিয়ম – কানুন প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বিভাগে কনস্টেবল পদে শুধুমাত্র যোগ্য ও দক্ষ লোকেরাই সুযোগ পাবে।