গোপালগঞ্জে চিরায়ত বাংলা নাটক ‘চাঁদ বণিকের পালা’ মঞ্চস্থ

0
622

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শনিবার শেখ ফজলুল হক মনি অডিটোরিয়াম মঞ্চে সন্ধা ৭টার সময় শম্ভু মিত্র রচিত ও মো: আব্দুর রাজ্জাক নির্দেশিত এবং জেলা শিল্পকলা একাডেমির রেপার্টরি নাট্যদলের প্রযোজনায় চিরায়ত বাংলা নাটক “চাঁদ বণিকের পালা” মঞ্চস্থ হয়।।

গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল – বেলী আফিফা সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ছাড়াও শহরের বিভিন্ন শ্রেণি – পেশার মানুষ কোলাহল মুক্ত পরিবেশে, গভীর মনযোগ দিয়ে নাটকটি উপভোগ করেন।।

জেলা কালচারাল অফিসার ফারহান কবির সিফাতের সার্বিক সমন্বয়ে নাটকটিতে শিমুল বৈদ্য স্বপ্ন, শিলা সরকার, প্রদীপ সরকার, এসএম সাজ্জাদুল বারী, জান্নাতুল ফেরদৌস সুরভী, আনিষা ইসলাম সামিয়া, মো. মাছুম শেখ, সানজানা আফরিন, জয় ঘরামী প্রমূখ অভিনয় করেন।

নীতিহীনতা ও অজ্ঞানতার বিরূদ্ধে এক সুগভীর প্রতিবাদ এই পালা। এই নাটকে চাঁদ সওদাগর চরিত্র বুননে নাট্যকার বর্তমান কালের সংকট, সংগ্রাম, মানসিক দ্বন্দ্ব এবং সত্যকে প্রতিষ্ঠিত করার শক্তশালী প্রত্যয় ব্যক্ত করেছেন। যিনি সমুদ্রে বানিজ্য যাত্রায় এক ঝড়ে তার সহযাত্রীদের নিমজ্জনের দরুণ বাড়ি ফিরে আসেন এবং পরবর্তীতে নিজের শেষ সম্বল বিকিয়ে আবার বানিজ্য যাত্রায় পাড়ি জমান; যেন সত্যের পথে এক অনন্তকালের যাত্রা। চম্পক নগরীর নীতিবান ও নীতিহীন মানুষের আদর্শিক পরিবর্তন এবং প্রত্যয়ে প্রত্যক্ষ হয় বর্তমান কালের রাজনৈতিক ও সামাজিক বাদানুবাদ।