গোপালগঞ্জে ক্যারিয়ার গঠনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

0
148

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিকঃ

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে ক্যারিয়ার গঠনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. গোলাম ফেরদৌস এর সঞ্চালনায় এ সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমাজান, ইউএসএ’র সল্যুশন আর্কিটেক্ট মাহাদে উজ্জামান ও ইসফট ফাইন্ডার, বাংলাদেশ ইনোভেশন ফোরামের সিইও আরিফুল হাসান অপু।

ক্যারিয়ার গঠনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমান ও জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো: রুহুল আমিন উপস্থিত ছিলেন।

সেমিনারটি দু’টি সেশনে পরিচালিত হয়। প্রথম সেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা এবং দু’জন আলোচক মূল বিষয়ের উপরে অংশগ্রহণমূলক ও ইন্টারএ্যাকটিভ আলোচনা করেন। পরের সেশনে থাকে প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে বিশ্ববিদ্যালয়, কলেজ – মাদ্রসা ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ে পড়–য়া শিক্ষার্থীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপরে বিভিন্ন ধরণের প্রশ্ন করেন।

আলোচকরা বলেন, আমাদেরকে ইনোভেশনের পথে হাঁটতে হবে, নতুন নতুন কনটেন্ট আবিষ্কার করতে হবে। আর এজন্য, তিনটি বিষয় মাথায় রাখতে হবে, Learn to Learn, Learn to Think, Learn to Scale.

আলোচকরা আরো বলেন, Micro Learning এর উপর গুরুত্ব দিতে হবে। শেখার পদ্ধতি হলো, শেখা বিষয়টি ভুলে গিয়ে নতুন কিছু শেখা, নতুন বিষয় শিখতে হবে, সেটাকে বেটার করে তুলতে হবে।