গোপালগঞ্জে করোনা ভ্যাকসিনের গণটিকাদান শুরু

0
140

গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:

গোপালগঞ্জের ৫ উপজেলায় একযোগে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। জেলার স্বাস্থ্য বিভাগ এ টিকাদান নিশ্চিত করছে। টিকাদান কেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন করছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া, পাইককান্দি, লতিফপুর, গোপীনাথপুর ইউনিয়ন সহ বিভিন্ন টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন করেন তিনি। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা, সদর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু প্রমূখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, করোনা থেকে সুরক্ষা প্রাপ্তির উদ্দেশ্যে গণটকিাদান ক্যাম্পইেন প্রোগ্রাম আজ থকেে শুরু, এই ক্যাম্পইেনে আমাদের প্রত্যেকটা ইউনয়িনের যে সাবকে ওয়ার্ড আছে, সেখানে একটি করে কেন্দ্র তৈরি করা হয়েছে এবং সেখানে ৩টি করে বুথ, প্রত্যেকটা বুথে আমাদের ২’শ জন করে মোট ৬’শ জন এই টিকাদান কার্যক্রমের আওতায় আসবে। ইতিমধ্যে সকলেই শান্তিপূর্ণভাবে, সুন্দর করে টিকা নিচ্ছেন।

তিনি আরো বলেন, যারা বয়োজষ্ঠ্যে এবং যারা নারী তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে বাংলাদেশের সকল নাগরিকের কাছে এসব টিকা পৌঁছেবে, আমাদের জেলার নাগরিকদের কাছে অনুরোধ, এই সময়টাতে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরে থাকেন এবং যথাসময়ে শান্তিপূর্ণভাবে তিনি যেন তার টিকাটা নিয়ে নেন। সকলে মিলে সহযোগিতা যদি করেন, তাহলে নিজে যেমন নিরাপদ থাকবেন, তেমনি সমাজও নিরাপদ থাকবে।

উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় জেলার ৫ উপজেলার ৬৭টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার মোট ১ লাখ ২০ হাজার মানুষকে করোনা ভ্যাকসিনের টিকা দেওয়া হচ্ছে।