গোপালগঞ্জে ইউপি নির্বাচনে অংগ্রহণকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
155

মিজানুর রহমান মানিক:

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে অংগ্রহণকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কাশিয়ানী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজলা পরিযদের হলরুমে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার রবীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে এবং কাশিয়ানী সদর ও ওড়াকান্দি ইউপি নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার এসএম শাহজাহান সিরাজের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শাহিদা সুলতানা এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিপিএম – সেবা উপস্থিত ছিলেন।

এছাড়াও কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, সহকারী কমিশনার মোঃ মামুন খান, জেলা নির্বাচন অফিসার মোঃ ফয়জুল মোল্লা, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রায়হান, কাশিয়ানী উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত সকল প্রার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, নির্বাচন নির্বাচনের মতোই হবে, কোনো ধরণের কোনো বিশৃঙ্খলা হতে দেয়া হবে না, সকল ভোটার যাতে উৎসবমুখর পরিবেশে, নির্বিঘ্নে স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটা নিশ্চিত করা হবে, পাশাপাশি প্রত্যেককে নির্বাচনী আচরণ বিধি মেনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি ও বজায় রাখতে সহায়তা করতে হবে।