গোপালগঞ্জে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা শুরু

6
277

মিজানুর রহমান মানিক, গোপালগঞ্জ:

গোপালগঞ্জে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা – ২০২১ (বালক – বালিকা অনুর্ধ্ব ১৯) এর উদ্বোধন করেছেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিপিএম।

শনিবার বিকেলে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স এর মাঠে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিপিএম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার মো: মিজানুর রহামন সহ গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া, কোটালিপাড়া ও মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ প্রতিযোগিতায় জেলার ৫ উপজেলা হতে ৫টি বালক দল ও ৫টি বালিকা দল অংশগ্রহণ করবে, আজ শুধু বালকদের ৫টি দলের খেলা নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, বালিকাদের ৫টি দলের খেলা আগামিকাল অনুষ্ঠিত হবে, ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামি ৬ ডিসেম্বর।

পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিপিএম কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমরা প্রতিযোগিতার মানসিকতা নিয়ে খেলবো, কেউ কাউকে আঘাত করবো না, কাবাডি খেলার নিয়ম – কানুন মেনে খেলোয়াড়ী মানসিকতা নিয়েই খেলবো, কোনো প্রকার প্রতিহিংসার আশ্রয় নিব না, এভাবেই আমরা জাতীয় ঐতিহ্যকে লালন করে যাবো।