খুলনায় গৃহবধূ টুম্পা হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

0
223


খুলনা প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়া উপজেলার বাদুড়গাছা গ্রামে গৃহবধূ টুম্পা ম-লকে হত্যা মামলায় স্বামী প্রসেনজিৎ গাইনসহ ৩ জনকে মৃত্যুদন্ডাদেশ এবং ১ জনকে খালাস দিয়েছেন আদালত। এছাড়া ওই ৩ জনকে দুটি ধারায় ৪৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ বছর করে কারাদন্ডাদেশ দেয়া হয়।
সাজাপ্রাপ্ত অপর ২ আসামি হচ্ছে অনিমেষ গাইন এবং বিপ্লব কান্তি মন্ডল। প্রসেনজিৎ গাইনের ভাই সুদাশ গাইন খালাস পেয়েছেন। খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজ সোমবার দুপুর ১২টায় এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত প্রসেনজিৎ গাইন ও বিপ্লব কান্তি মন্ডল পলাতক রয়েছে।
আইনজীবীরা জানান, ২০১৬ সালের ৭ অক্টোবর বাদুড়গাছা গ্রামের ঘ্যাংরাইল নদীতে চুবিয়ে শ্বাসরোধ করে টুম্পাকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। ৯ অক্টোবর নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই সমিত মন্ডল বাদি হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালের ২৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এস আই কেরামত আলী ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে ২৬ জন সাক্ষ্য দিয়েছেন।