খাস জমির দাবিতে সরিষাবাড়ীতে আদিবাসীদের বিক্ষোভ স্বারকলিপি প্রদান

0
219

সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে খাস জমির দাবিতে আদিবাসী নারী-পুরুষরা বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান করেছে। উপজেলা আদিবাসী বহুমূখী কল্যাণ সমিতির উদ্যোগে রোববার বেলা ১২ টার দিকে এ বিক্ষোভ মিছিল করে আদিবাসিরা। মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসে জমায়েত হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আদিবাসী বহুমূখী কল্যাণ সমিতির সভাপতি সুবল রায়, সহ-সভাপতি শ্রী লক্ষন রায় ও সাধারন সম্পাদক আনন্দ রায়। তারা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার পাশে রেল লাইনের ধারে নানা প্রতিকুলতার মধ্যদিয়ে পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করে আসছেন। স্থানীয় ভাবে বসবাসের একটু জমির জন্য দিনের পর দিন বছরের পর বছর ধরে এ দাবি জানিয়ে আসলেও কোন কাজ হয়নি। রোববার বিক্ষোভ মিছিল শেষে খাস জমি দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহম্মেদের কাছে তার কার্যালয়ে স্বারকলিপি প্রদান করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ জানান, আদিবাসীদের জন্য খাস জমি বরাদ্ধের ব্যবস্থা গ্রহন করা হবে বলে তাদের আশ্বাস দেন।