ক্ষতিকর সামাজিক মনোভাব পরিবর্তনে সংলাপ অনুষ্ঠিত

0
157

টাঙাইল প্রতিনিধিঃ ক্ষতিকর সামাজিক মনোভাব পরিবর্তনে টাঙাইলে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন ঘাটাইল শাখার উদ্যোগে বুধবার এক সংলাপ অনুষ্ঠিত হয়।

ক্ষতিকর সামাজিক নিয়মকে পরিবর্তন করে ইতিবাচক পদক্ষেপ জোরদারের মাধ্যমে সমাজের মানুষের মনোভাবের পরিবর্তনে সহায়তার লক্ষ্যে দিন ব্যাপী এই সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মুনিয়া চৌধুরী।

তিনি তার বক্তব্যে শিশু অধিকার রক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে অভিভাবক সুশীল সমাজ ও সরকারি, বেসরকারী এনজিদের এক সাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আসাদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার বলেন- সমাজ থেকে কুসংস্কার, বাল্য বিবাহ রোধে এনজিও প্রতিষ্ঠান গুলোর পাশা পাশি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতাদের বিশেষ ভূমিকা পালন করতে হবে।

মিঃ জেমস সানি বৈরাগী, ওয়ার্ল্ড কনসার্ন প্রোগ্রাম অফিসার বলেন, বাল্য বিবাহ রোধ, শিশু অধিকার প্রতিষ্ঠা ও শিশুদের অংশগ্রহন নিশ্চিতকরনে শিক্ষার কোনক বিকল্প নাই। তিনি দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, নৈতিক ও সামাজিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া উপস্থিত থাকেন সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, মেম্বার, সুশীল সমাজের প্রতিনিধি ও ওয়ার্ল্ড কনসার্ন কর্মী ও কর্মকর্তাবৃন্দ।

বক্তারা সকলেই ক্ষতিকারক সামাজিক নিয়মকে চ্যালেঞ্জ করে ইতিবাচক পদক্ষেপ জোরদারের মাধ্যমে সমাজের মানুসের মনোভাবের পরিবর্তনে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।