কোভিড-১৯ ভ্যাকসিনঃ ২৫ বছর বয়সীদের রেজিষ্ট্রশন শুরু

0
88

বাংলাদেশ সরকারের যুগপোযোগী স্বাস্থ্য সুরক্ষানীতির আওতায় ২৫ বছর বয়সী নারী-পুরুষের করোভাইরােসর জন্য ভ্যকসিন নিবন্ধন শুরু হয়েছ বৃহস্পতিবার। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (https://surokkha.gov.bd/) পচিশোষর্ধ ব্যক্তিগন এখন রেজিষ্ট্রেন করতে পারবেন।

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ১৩৯ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ২ জন বেশি মারা গেছেন। গতকাল ২৩৭ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ১২৩ ও নারী ১১৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২৫৫ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৮২ জন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ। গতকালও মৃত্যুর হার একই ছিল। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৭৫০ জন, ৬৭ দশমিক ৮৮ শতাংশ এবং নারী ৬ হাজার ৫০৫ জন, ৩২ দশমিক ১২ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছর বয়সী ১ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ৩ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১৪ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫৭ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৬৫ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৪৩ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৪ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ১ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৪৫ জন, বরিশাল ও সিলেট বিভাগে ১৪ জন করে, রংপুর বিভাগে ১১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯ জন রয়েছেন। এদের মধ্যে ১৮১ জন সরকারি হাসপাতালে, ৪৩ জন বেসরকারি হাসপাতালে এবং ১৫ জন বাসায় মারা গেছেন।

গত ২৪ ঘন্টায় ৫২ হাজার ২৮২ জনের নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৯৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৫৩ হাজার ৮৭৭ জনের নমুনা পরীক্ষায় ১৬ হাজার ২৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩০ দশমিক ১২ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৯১ শতাংশ কম।