কুষ্ঠরোগ বিষয়ে সকলের সচেতনতা বৃদ্ধি জরুরি: তিতাস ইউএনও

5
238


তিতাস, কুমিল্লা প্রতিনিধি:
তিতাস উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার বৃহস্পতিবার বলেন কুষ্ঠরোগ সম্পর্কে সকলের সচেতনতা বৃদ্ধি জরুরি এবং সমাজের অবহেলিত লোকের সহায়তায় সবারই এগিয়ে আসা দরকার।
ইউএনও তার নিজ কার্যালয়ে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ (টিএলএমআই-বি) আয়োজিত কুষ্ঠপ্রতিবন্ধী ও দুস্থ পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতি লাভলী প্রভাতি ম্রং, প্রজেক্ট ম্যানেজার, টিএলএমআই-বি, বলেন ডিসিবিআরপি, চিলড্রেন সাপোর্ট প্রোগ্রাম এর আওতায় এ ধরনের সহায়তা কার্যক্রম তারা নিয়মিত করে থাকেন যাতে সমাজের পিছিয়ে পড়া পরিবারের শিক্ষার্থীরাও শিক্ষার সমান সুযোগ পায়।
ইউএনও রাশেদা আক্তার বলেন, তিনি তার সহকর্মী ও অধিনস্ত সকল কর্মকর্তদের কুষ্ঠরোগ বিষয়ে তার এলাকায় আয়োজিত যে কোন অনুষ্ঠানে সহায়তা করার অনুরোধ করবেন। তিনি টিএলএমআই-বি এর কার্যক্রমকে সাধুবাদ জানান।
দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন্থনী কুইয়া, টেকনিক্যাল সাপোর্ট অফিসার, প্রয়াস প্রজেক্ট, সিডিএফ শিল্পী বৈরাগী, ও দ্বীপ দাস, এবং এফ এফ সনেট বৈরাগী।