কুমিল্লার মেঘনায় ৪৭৮ জন অসহায় মেয়ের বিবাহ সম্পাদনে জাকির হোসেনের আর্থিক অনুদান

0
266

লিটন সরকার বাদল, দাউদকান্দি, কুমিল্লা:

“জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর!” জীবের আত্মারূপে স্রষ্টা স্বয়ং জীবের মধ্যেই অবস্থান করেন। তাই জীবের সেবা করলেই আসলে স্রষ্টারই সেবা করা হয়। বস্তুত জীবের প্রতি আন্তরিক না হলে স্রষ্টার নৈকট্য লাভ করা সম্ভব নয়। স্বয়ং স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসার মাধ্যমেই কেবল স্রষ্টার সান্নিধ্য লাভ করা সম্ভব।

এই সম্ভবনাকে বাস্তবে রুপ দিতে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মানিকার চর ইউনিয়নের কৃতি সন্তান মোঃ জাকির হোসেন।

তিনি কোনো এলাকার জনপ্রতিনিধি না হয়ে মানুষের দু:খ কষ্টের অংশীদার হয়েছেন। মানুষের পাশে থেকে ভরসা,সাহস ও শক্তি জুগিয়ে চলছেন। মানিকার চর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মো.জাকির হোসেন।

জানা যায়, তিনি ৪৭৮ জন কন্যাদায়গ্রস্থ পরিবারের বিবাহ উপযুক্ত মেয়ের বিবাহ সম্পাদনের জন্য নগদ অর্থ দিয়ে সাহায্য করেছেন।

চেয়ারম্যান প্রার্থী মো.জাকির হোসেন বলেন,” আমি এ পর্যন্ত মেঘনা উপজেলাসহ বিভিন্ন অসহায় দু:স্থ ও ছিন্নমূল ৪৭৮ জন মেয়ের বিবাহ সম্পাদনে সিংহভাগ ব্যায়ভার বহন করেছি।” ভবিষ্যতে আমার একাজ অব্যাহত থাকবে। আমি মানিকারচর ইউনিয়ন বাসীর সেবা করে যেতে চাই।