কারিগরী শিক্ষায় অন্তর্ভুক্তি ১ শতাংশ থেকে ১৮ শতাংশে পৌছেছে

0
301

হাসান মামুন, পিরোজপুর:
নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে পিরোজপুরে। বুধবার সকালে জেলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এর আয়োজনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

টিটিসি‘র অধ্যক্ষ মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে সেমিনারে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার বশির আহমেদ উপজেলা। এ সেমিনারে গণমাধ্যমের কর্মীগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যগণ, ইউনিয়নের দফাদার-চৌকিদারসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সেমিনারে প্রধান অতিথি জেলা প্রশাসক, দেশ থেকে অবৈধ ভাবে বিদেশে গমন না করে দক্ষ হয়ে বৈর্ধ পথে বিদেশে গমন করার আহব্বান জানান সেমিনারে উপস্থিত সকলকে। তিনি বলেন, বেকার যুবক-যুব মহিলাগনকে চাহিদা ভিত্তিক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষন সরবরাহের ফলে অধিক দক্ষ শ্রমশক্তি তৈরি হচ্ছে।

সেমিনারে বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব সীমাহীন। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গতিশীল নেতৃত্বে এবং গৃহিত বিভিন্ন পদক্ষেপের ফলে নিরব বিপ্লব সংঘটিত হয়েছে। শিক্ষা মন্ত্রনালয়কে পুনঃগঠন করে কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নামে দুইটি পৃথক বিভাগ করা, জাতীয় দক্ষতা-উন্নয়ন নীতিমালা ২০১১ প্রণয়ন, করোনাকালে সংসদ টিভি, ফেইজবুক লাইফ, গুগল কাশরুম, ইউটিউবসহ অন্যান্য ভার্চ্যুয়াল মিডিয়ার মাধ্যমে নিয়মিত কাশ পরিচালনা কর, ৫৫টি ট্রেডে বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ প্রদান, মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ১শতটি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, নিরাপদ অভিবাসনের লক্ষ্যে প্রবাসী কল্যান ব্যাংক, ওয়েজআর্নাস কল্যাণ বোর্ড তহবিল গঠন, ৮টি বিভাগে ৮টি মহিলা টিএসসি স্থাপনের প্রক্রিয়া চূড়ান্তকরণ, দেশের ৬৪টি জেলায় ৬৪ টি টিএসসি আধুনিকায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করা হচ্ছে। আর এর সুফল হচ্ছে ২০০৯ সালের ১ শতাংশ এনরোলমেন্ট থেকে এখন তা ১৮ শতাংশে দাড়িয়েছে। সরকারের উদ্দেশ্য হচ্ছে ২০৩০ সালে ৩০ শতাংশ এবং ২০৪১ সালে ৫০ শতাংশ তরুন-তরুনি, যুবক-যুবতিকে কারিগরী শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা।

আলোচকগণ পাচারকারীদের খপ্পরে বা ভূয়া প্রতিষ্ঠানের খপ্পরে পরে যাতে কেউ সর্বশান্ত না হয় সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে মিডিয়াকর্মী ও জনপ্রতিনিধিদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। অধ্যক্ষ বলেন, তার এই প্রতিষ্ঠানটি ২০১৭ সালে চালু হলেও এ পর্যন্ত প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হয়েছে।