কাজিপুর- ধুনট- শেরপুর সড়কের প্রসস্থকরণ ও উন্নতকরণের কাজ উদ্বোধন

0
303


কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জ-কাজিপুর-ধুনট-শেরপুর (জেড-৫৪০১) মহাসড়ক যথাযথ মান ও প্রসস্থতাকরণ প্রকল্পের কাজ কাজিপুরে শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, সিরাজগঞ্জ-১ আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন, মোহাম্মদ নাসিমের আরো একটি স্বপ্ন পূরণের দ্বার উন্মোচন হলো আজ।প্রিয় নেতার ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্পটি একনেক কর্তৃক অনুমোদিত হয়।
৩ এপ্রিল শনিবার সকাল দশটায় কাজিপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ভিত্তি প্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ অধিদপ্তর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক,উপ বিভাগীয় প্রকৌশলী জাহিদুর রহমান মিনু, কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, পৌর মেয়র হান্নান তালুকদার সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ৯৮৮.৬৫ কোটি টাকা ব্যয়ে ৭৬.৭০ কিলোমিটার রাস্তা নির্মিত হচ্ছে। সিরাজগঞ্জ- কাজিপুর- ধুনট- শেরপুর সড়কের ৩৯ কিলোমিটারের জন্য ৫২২.৯৫ কোটি সিরাজগঞ্জ (বাগবাটি)- ধুনট (সোনামুখী)সড়কের ২১.৫০ কিলোমিটারের জন্য ২৭০.৩১ কোটি টাকা এবং বগুড়া অংশে ১৬.২০ কিলোমিটারের জন্য ১৯৫.৩৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। কাজের মধ্যে রয়েছে, মাটির কাজ,ড্রেন নির্মাণ,রিটেইনিং ওয়াল নির্মাণ,সাইন, সিগন্যাল ইত্যাদি। বাস্তবায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দাস ট্রেডার্স-রানা বিল্ডার্স (প্রাঃ) লিঃ।