কাজিপুর জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘর ভাংচুর, লুটপাট, গুরুতর আহত তিন

0
221


আবু তৈয়ব সুজয়ঃ সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ ছালাভরা গ্রামের শাহ কামালের ঘরবাড়ি ভাংচুর করেছে ও লুটপাট চালিয়েছে। এসময় বাধা দিতে গেলে তিনজন গুরুতর আহত হয়। আহতরা হলো শাহ কামালের ভাইয়ের বউ লিপি খাতুন, বোনের ছেলে ইমরান এবং মেয়ে শাপলা খাতুন। এই ঘটনায় সিরাজগঞ্জ আমলী আদালতে গত রবিবার (২০ ডিসেম্বর) বিকেলে ২২ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন হামলার শিকার ওই বাড়ির মালিকের ছোট ভাই সবুজ হোসেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার জমি সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের মৃত শাহ জালালের পুত্র আব্দুল মোমিন ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মৃত আব্দুস সাত্তারের পুত্র শাহ কামালের বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়িঘর ভাংচর করে। এক পর্যায়ে ঘরের আলমিরা ভেঙ্গে গহনা ও নগদ টাকা লুট করে।

খবর পেয়ে স্বজনরা হামলায় মারাত্মক আহত তিনজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাতপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালসূত্রে জানা গেছে, আহত শাপলা এবং ইমরানের মাথায় মারাত্মক আঘাত করা হয়েছে। আর লিপি খাতুনের হাতে সেলাই দিতে হয়েছে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার জানান, ‘এখনো মামলার নথি থানায় আসেনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’ এদিকে মারপিটের ঘটনায় ওই দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।