কাজিপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভয়ে আত্মগোপনে

7
304

কাজিপুর প্রতিনিধিঃ
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুরের ১২ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে গতকাল(রবিবার) মনোনয়নপত্র প্রতাহারের শেষে দিনে ১১ ইউনিয়ন পরিষদে বিনাভোটে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের ১১ চেয়ারম্যান। আজ(২০ ডিসেম্বর) তারা সংশ্লিষ্ট রির্টার্নিং অফিসারের নিকট থেকে এ সংক্রান্ত পত্র গ্রহণ করেছেন। বাকি রয়েছে একটিমাত্র ইউনিয়ন। উপজেলার চরাঞ্চলে অবস্থিত ১২ নং মনসুনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান ওরফে খলিল মুন্সী। আজ প্রতীক বরাদ্দের দিনে তিনি পেয়েছেন ঘোড়া প্রতীক। এই ইউনিয়নে আ.লীগ নেতা কামরুল হাসান গোলজার মাস্টারও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত রবিবার তিনি তা প্রত্যাহার করে নেন।
খলিল মুন্সীর মুঠোফোনে বলেন, আমি নৌকাপ্রার্থীর ভয়ে আত্মগোপনে আছি। আমার দোকানপাট বন্ধকরে দেওয়া হয়েছে। আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমি অভিযোগ দেওয়ার জন্যে থানাতেও যেতে পারছি না।

মনসুরনগর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রির্টার্নিং অফিসার কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাহমুদুল হাসান জানান, উনি (খলিলুর রহমান) আজ(সোমবার) আসেননি। তিনি আগেই ফরমে ঘোড়া প্রতীক উল্লেখ করেছেন। অন্য কোন প্রার্থী না থাকায় তিনি ঘোড়া প্রতীক পেয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক রাজ মহর সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা তাকে নির্বাচনে বাঁধা দেইনি। যেহেতু সে তার মনোনয়ন প্রত্যাহার করেনি, সেহেতু আমি প্রতিযোগিতা করেই চেয়ারম্যান হতে চাই।