কাজিপুরে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর প্রধান শিক্ষকের বাড়িতে অনশন

0
107


টি এম কামাল সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে এক হতদরিদ্র মেধাবী কলেজছাত্রী। শুক্রবার ২৩ এপ্রিল সকাল থেকে উপজেলার সদর ইউনিয়নের প্রজারপাড়া বর্তমান সিংড়াবাড়ি গ্ৰামের প্রেমিক মারুফ হাসানের বাড়িতে অবস্থান নিয়েছে সে।

প্রেমিক মারুফ হাসান প্রজারপাড়া (বর্তমানে সিংড়াবাড়ি) গ্ৰামের প্রধান শিক্ষক লুৎফর রহমানের ছেলে। ভুক্তভোগী ওই কলেজছাত্রী একই গ্রামের প্রতিবেশী। ঘটনার পর প্রেমিক মারুফ হাসান বাড়ি থেকে পালিয়েছে।

ভুক্তভোগী কলেজছাত্রী জানায়, ৫ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক বিষয়টি দুই পরিবারে জানা আছে। প্রেমের ফাঁদে ফেলে বিয়ের আশ্বাস দিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। গত ১২ এপ্রিল মধ্যরাতে একই উদ্দেশ্যে কলেজ ছাত্রীর বাড়িতে গেলে এলাকার মুরব্বিরা বুঝতে পেরে প্রেমিক মারুফকে আঁটকে রেখে তার বাবা লুৎফর রহমানকে জানায়। লুৎফর রহমান ঘটনাস্থলে পৌঁছে এবং ১৬ এপ্রিল শুক্রবার দুজনের বিয়ে পড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ছেলেকে ছাড়িয়ে নিয়ে যায়। প্রতিশ্রুতি মোতাবেক বিয়ে না দেয়ায় ২৩ এপ্রিল শুক্রবার সকাল হতে বিয়ের দাবিতে মারুফের বাড়িতে অনশন শুরু করেছে।

মারুফের বাবা হাই স্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, ছেলে বিয়েতে রাজি নয়, প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল রয়েছি বিধায় নিরাপত্তার স্বার্থে কাজিপুর থানায় মৌখিকভাবে জানিয়েছি।

কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, তিনি কোন অভিযোগ পাননি, পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত মারুফ হাসান পলাতক থাকায় মন্তব্য পাওয়া যায়নি