কাজিপুরে পুকুরের পাড় নিয়ে সংঘর্ষ

0
275


কাজিপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় দুই জন আহত হয়েছেন। আহত ব্যক্তি উপজেলার স্থলবাড়ি গ্রামের মৃত ছেফাত মণ্ডলের পুত্র রঞ্জু মণ্ডল ও তার স্ত্রী বুলবুলি খাতুন। এ ঘটনায় বুলবুলি খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ আদালতে ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
আসামীরা হলেন, একই গ্রামের মৃত করিম বক্স মণ্ডলের পুত্র শাহ আলী (৪২), সাইফুল (৩০), শাহজামাল (২৮), শাহিনুর (২২), মৃত জাব্দুল মণ্ডলের পুত্র আয়নাল হক (৫০), মৃত ওয়াহেদ আলীর পুত্র মোকছেদ আলী (৫২), মোকছেদ আলীর পুত্র আলম (২৩) এবং শাহ আলীর স্ত্রী রেনু খাতুন (৩৮)।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে রঞ্জু মণ্ডলের বাড়ির পাশে থাকা পুকুরের পাড় নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ১ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে ওই পুকুরের পাড়ে কলার গাছ রোপণ করতে যান রঞ্জু মণ্ডল ও তার স্ত্রী বুলবুলি খাতুন। এতে শাহ আলী ও তার লোকজন গালমন্দ শুরু করে। এক পর্যায়ে বুলবুলিকে আটকে বেদম পেটায় ও পুরো শরীরে কিল-ঘুষি দেয়। পরে স্বামী রঞ্জু মণ্ডল স্ত্রীকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে তাকেও লাঠি পেটা করে এবং চোয়ালে কিল-ঘুষি দিয়ে আহত করে। বুলবুলিকে মেরে মাটিতে ফেলে বিবস্ত্র করে তারা। পরে তার গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

এদিকে শাহ আলী (৪২) তার কাছে থাকা বেশ কিছু গ্যাস ট্যাবলেট ওই পুকুরে ছিটিয়ে দেন। এতে পুকুরে থাকা সব মাছ মারা গিয়ে আনুমানিক ১লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ বিষয়ে আহত রঞ্জু মণ্ডল জানান, “আমি আমার জায়গায় গাছ লাগাতে গেছি। কিন্তু তারা আমাদের অবৈধ ভাবে মারধর করেছে।” এদিকে শাহ আলী বলছেন, “ওই পুকুরের পাড় আমাদের সীমানার মধ্যে। সেখানে তো আমরা গাছ লাগাতে দেব না।”

কাজিপুর থানার অফিসার ইনচার্জ পিএন সরকার জানান, “আদালতে করা মামলাটি থানায় আসলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।”