তাড়াশে ইউপি সদস্যর বিরুদ্ধে এলজিএসপি-৩ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

0
243


টি এম কামাল : সিরাজগঞ্জের তাড়াশে এলজিএসপি-৩ প্রকল্পের মাদ্রাসার ঘর নির্মাণের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি চার লাখ ৫৩ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে প্রকল্প সভাপতি ও ইউপি সদস্য আব্দুল খালেকের বিরুদ্ধে।
এ বিষয়ে ১১ এপ্রিল স্থানীয় সংবাদকর্মী আব্দুস সালাম সরকারী বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগকারী আব্দুস সালাম জানান, উপজেলার নওগাঁ ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল খালেক দোবিলা ইসলামপুর সিনিয়র আলীম মাদ্রাসার ঘর নির্মাণের জন্য গত ২০১৮-১৯অর্থ বছরের এলজিএসপি-৩ পিবিজিএর ৪ লাখ ৫৩ হাজার টাকার একটি প্রকল্প দেন। কিন্ত ওই মাদ্রাসার কোন ঘর নির্মাণ বা এক টাকার কাজও করেনি। বরাদ্দকৃত টাকাগুলো প্রভাবশালী ব্যাক্তিদের যোগসাজসে সম্পুর্ন আত্মসাত করেছেন ওই ইউপি সদস্য।

তিনি আরো জানান, ওই দুর্নীতি পরায়ন ইউপি সদস্য ও প্রকল্প সভাপতি আব্দুল খালেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ১১এপ্রিল রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য ও প্রকল্প সভাপতি আব্দুল খালেক বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এ ঘটনার সাথে আমি জড়িত নেই।