কবি, গবেষক ও সাংবাদিক ইমরান মাহফুজের জন্মদিন

0
235


নিউসান ডেস্ক:
আজকের এইদিনে (১০ অক্টোবর) জন্মগ্রহণ করেন কবি, গবেষক ও সাংবাদিক ইমরান মাহফুজ। ১৯৯০ সালের ১০ অক্টোবর তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা বীরমুক্তিযোদ্ধা নুরুল আলম ও মা বিলকিছ বেগম। তিনি পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে কাজ করেন ইংরেজি দৈনিক দ্য ডেইলী স্টারে।

কবি ইমরান মাহফুজ দীর্ঘদিন ধরেই কবিতা চর্চা করে আসছে। লেখালেখি শুরু করেন ২০০৫ সাল থেকে। তিনি সম্পাদনা করেন ‘কালের ধ্বনি’ নামের সাহিত্য পত্রিকা। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৮টি। এর মধ্যে ২টি কবিতার বই রয়েছে। এগুলো হলো ‘দীর্ঘস্থায়ী শোকসভা’ (২০১৭), প্রচ্ছদে কবির নামহীন কাব্যগ্রন্থ ‘কায়দা করে বেঁচে থাকো (২০২০)’। তার অন্যান্য বইগুলোর মধ্যে মধ্যে ‘ফেরিওয়ালা: হেলাল হাফিজ’, ‘আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ’(২০১৫), ‘জীবনশিল্পী আবুল মনসুর আহমদ’ (২০১৬), ‘মুক্তিযোদ্ধ: অজানা অধ্যায়’, ‘লালব্রিজ গণহত্যা’ ‘আবুল মনসুর আহমদের প্রাসঙ্গিকতা : সাহিত্য সাংবাদিকতা রাজনীতি’ (২০১৯), সিরাজুল ইসলাম চৌধুরীর নির্বাচিত সাক্ষাতকার ‘আজ ও আগামীকাল-নির্বাচিত সাক্ষাতকার’ (২০২০) ‘দুর্লভ কথক কালের ধ্বনি’র আবুল মনসুর আহমদ সংখ্যা’ (২০১৫) উল্লেখযোগ্য।

কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ‘আবুল মনসুর আহমদ গবষেণা পুরস্কার’, ‘যুগ সাগ্নিক একুশে সম্মাননা’ এবং ‘শহীদ সাংবাদিক সেলিনা পারভীন স্মৃতি পুরস্কার’ সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন