কবিতাঃ হারিয়ে যাওয়া তুমি

0
416

আঞ্জুমান আরা খাতুনের তিনটি কবিতা-

হারিয়ে যাওয়া তুমি

হারিয়ে যাওয়া অস্তিত্ব ফিরে পেতে,
নিজেকে ব্যাকুল মননে
আকুলতার কললে রাখি;
চতুর্দিকের স্বার্থপরতা, অজস্র কষ্ট,
না পাওয়ার মাঝে
তোমায় শুধু খুঁজেছে,
অভিনব এ জগতে
জোড়া মোর অশ্রুসিক্ত আঁখি।

কষ্ট, ক্লেশ চরম একাকীত্ব
বাড়িয়েছে দিনে দিনে হৃদয়ের হৃদ্যতা,
পিয়াসী মনের আকাঙ্ক্ষা
নেত্র বারির বর্ষনতা;
ক্ষত-বিক্ষত করেছে
সৃষ্টি করেছে জীবনের চরম নিস্তব্ধতা।

সহ্যহীন ভালবাসার নীরব অত্যাচার;
চঞ্চলা মনকে বারবার
নিয়ে যায় গহীনতার অন্তরালে,
জীবনের অধীর আগ্রহ অপেক্ষায়
ফিরে পাওয়ার পরও
মন পুড়ে শুধুই হিমেল অনলে।

চারদিকের শোকাবহতার আমেজ
বুকের রঙ্গনার বিন্দু বিন্দু ভালবাসা,
পাষাণের অগনিত নিষ্ঠুরতা,
অবহেলা, গুরুত্বহীনতা,
আমার মনের চিরস্থায়ী আলেখ্য
অপনোদন করতে ব্যর্থ হবে বারবার,
তুমিই যে মনকে ছুয়ে যাওয়া
হাজার বছর চেনা জীবন সাথী আমার।

আলো হারা দুঃখ, বিলাসিতা
কিংবা অনাদার,
তোমার এসব কিছুই তুচ্ছ আমার কাছে রে,
তুমি ছিলে, আছো, থাকবে
মনেরও বন্ধু হয়ে;
অনন্তকাল জুড়ে মানসলোকের মাঝারে।

তোমার ন্যায় তুমি

তুমি মহান, তোমার মহানুভবতা, উদারতা,
মন ছুয়েছে সকলের,
জানি তুমি কোনদিনও পথিক হবেনা
জীবন লক্ষ্যভ্রষ্টের।
এ সবই আমার জ্ঞাত।
ধরিত্রী মাতা স্বয়ং এসে,তার-
অগনিত অশ্রুর সাথে
পথচ্যুত করতে আগ্রহী হলেও;
তুমি অটল থাকবে
তোমার চিরচেনা পথে।

অনাকাক্ষিত সত্য, সামাজিক কেলেঙ্কারির ভয়;
যদিও জীবন চলার বাধা হয়,
প্রত্যাশা; সকল পাগলামি, ফাজলামি
তোমার অঙ্কিত সীমারেখায় যেন সুন্দর হয়ে রয়।

তথাপি অজস্র বুলি,
মনের অজান্তেই অতিক্রম করে
হৃদয়ের সীমানা,
অজস্র চাওয়া পাওয়া;
চিরকালের জন্য সমাধি দিতেও
মোরা দুইবার ও ভাবি না।

তোমার ন্যায় তুমি
জীবনের বহু অপূর্নতা
করে উপেক্ষা,
জ্বালাতে থাকো সর্বক্ষণ-
বিজয়ের শিখা।


বিভাবণ

বহুদিন হলো চক্ষু মেলিয়া,
অবলোকন করা হয়নি তোমায়,
ধ্বনিত হয়নি মোহনার
ঐ শ্রুতি মধুর ভাষা,
যা দিতো সর্বস্তরে সর্বক্ষণে
নব ধারার সন্ধানে;
নতুন-নতুনত্বের সাথে
জীবন গড়ার আশা।

লোচনে লোচন রাখিয়া
প্রকাশ হয়নি শত শত আশা,
প্রকাশ হয়নি মনের ব্যাকুলতার ভাবাবেগ,
মনের মাঝারেই ছিল শুধু ভালবাসার আবেগ।

তোমার আগোছালো চুলগুলো,
মনের গহীনে অভিমানী হয়ে,
অন্তহীন শব্দহীনতায়
মানসতটে অস্ফুটে রয়।

নিঃসঙ্গ আমি ভালবাসার-
মাতাল হাওয়ায় লিখি দিনলিপি,
হাজার হাজার চাওয়া বুকে নিয়ে
শুধুই জীবন গড়ার স্বপ্ন দেখি।

তুমি কি বহুবছর আগের দেখা;
সেই চিরচেনাই আছো বহুবছর,
নাকি সবই আমার বিভাবণ,
একরাশ মরীচিকা, নিঃশব্দ ধূসরঘোর।

 

কবির সাথে যোগাযোগঃ [email protected]