কক্সবাজারে হোস্ট কমিউনিটির ১০৫৬ পরিবারকে কারিতাস বাংলাদেশ কর্তৃক ৪৭ লাখ টাকা বিতরণ শুরু

0
229

২৮ ডিসেম্বর ২০২১, (মঙ্গলবার): মঙ্গলবার বিকালে কক্সবাজারে কোভিড-১৯ মহামারীতে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হোস্ট কমিউনিটির ১০৫৬ পরিবারকে ৪৭ লাখ ৫২ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে কক্সবাজারে কারিতাস বাংলাদেশের জরুরি সাড়াদান কর্মসূচী এবং সার্বিক সহযোগিতা করে সদর উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানের সভাপতি কারিতাস বাংলাদেশের জরুরি সাড়াদান কর্মসূচীর প্রকল্প পরিচালক মি. মার্সেল রতন গুদা বলেন, “পর্যায়ক্রমে ইলেকট্রনিক মানি ট্রানফারের মাধ্যমে ১০৫৬ জনের কাছেই আর্থিক সহায়তা পৌঁছে যাবে।“

তিনি আরো বলেন “কক্সবাজারের হোস্ট কমিউনিটির পিছিয়ে পড়া পরিবারের মানুষেরা যেন করোনাভাইরাসের ক্ষতি পুষিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারে, সেজন্যই কারিতাস বাংলাদেশের এই প্রয়াস।“

অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় কারিতাস বাংলাদেশকে হোস্ট কমিউনিটির দরিদ্র মানুষের মধ্যে সহায়তা করার জন্য ধন্যবাদ দিয়ে বলেন “হোস্ট কমিউনিটি বলতে অনেকে শুধু উখিয়া বলে থাকেন। কক্সবাজার সদরও হোস্ট কমিউনিটির মধ্যে পড়ে।“

তিনি আরো বলেন, “বেসরকারি প্রতিষ্ঠানগুলোর রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকেও সহায়তা প্রদানে এগিয়ে আসা উচিত।“

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত কারিতাসের জরুরি সাড়াদান কর্মসূচী’র হেড অফ অপারেশন মি. ইন্মানুয়েল চয়ন বিশ্বাস বলেন “ক্যাফডসহ অন্যান্য দাতা সংস্থার সহযোগিতায় আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি হোস্ট কমিউনিটির পিছিয়ে পড়া মানুষেরও পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।“

তিনি আরো বলেন “আমরা আর্থিক সহায়তার পাশাপাশি হোস্ট কমিউনিটির পরিবারকে বিভিন্ন সুরক্ষা সামগ্রীও প্রদান করছি যাতে তারা করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলা করতে পারে।“

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজারে কারিতাসের জরুরি সাড়াদান কর্মসূচীর হেড অফ প্রোগ্রাম মি. আবদুল্লাহ ফুয়াদ; প্রকল্প সমন্বয়কারী মো সজিব আলী ও মো সামিউল হক চৌধুরী; এবং কমিউনিকেশনস অফিসার রতন মালো।

কক্সবাজারে আশ্রিত মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি হোস্ট কমিউনিটির মানুষের সহায়তায় কারিতাস বাংলাদেশ নানাবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ক্যাফোড এর সহায়তায় “Caritas Rohingya and Host Community Response in Bangladesh” প্রকল্পের আওতায় জনসচেতনতা বৃদ্ধিতে পথনাটক প্রদর্শন ও প্রচার কার্যক্রম চলমান রয়েছে।