কক্সবাজারে সরকারি সেবা গ্রহণে উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের কর্মশালা অনুষ্ঠিত

0
226

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার জেলার রামু উপজেলা পরিষদ মিলনায়নে সোমবার দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র এর ক্রিশ্চিয়ান এইড সমর্থিত AHP CAN DO-CA Bangladesh Rohingya Response শীর্ষক প্রকল্পের উপকারভোগী উদ্যোক্তা এবং প্রাইভেট সেক্টরের উদ্যোক্তাদের নিয়ে সরকারি বিভিন্ন কার্যালয়ে সেবাসমূহ গ্রহনে উদ্বুদ্ধকরণ ও সেবাগ্রহনের প্রয়োজনে যোগসূত্র স্থাপনের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন সহজিকরণের উদ্দেশ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

রামু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা প্রানি সম্পদ, উপজেলা মৎস্য, উপজেলা সমাজসেবা ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ।

“Workshop with government line Department Extension Officers and entrepreneurs to establish linkages” শীর্ষক কর্মশালায় সরকারি কর্মকর্তাবৃন্দ তাদের নিজ নিজ দপ্তরে বিদ্যমান সরকারি সেবা সম্পর্কেও কথা বলেন।

সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা উপস্থিত সকল উদ্যোক্তাদের সরকারের বিভিন্ন দপ্তরের সেবা সমূহ নিয়ে তাদের প্রকল্পের সাথে প্রাইভেট সেক্টরের অন্যান্য উদ্যোক্তাদের প্রকল্পের লিংকেজ তৈরির মাধ্যমে তাদের প্রকল্পকে লাভজনক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সকলকে আহ্বান জানান। 

তিনি বলেন কৃষি অফিস, মৎস্য অফিস, প্রানি সম্পদ অফিসের সবা গ্রহণ করে কৃষিখাতকে লাভজনক অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব। 
এছাড়া কর্মশালার সভাপতি সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা সবাইকে সরকারি সেবাসমূহ গ্রহনে উদ্বুদ্ধ করে উদ্যোক্তা এবং প্রাইভেট সেক্টরের মধ্যে যোগসূত্র স্থাপনের জন্য পরামর্শ প্রদান করে বক্তব্য প্রদান করেন।

কর্মশালায় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর পক্ষ থেকে প্রকল্প ব্যবস্থাপক সনজিত হাজং দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড সমর্থিত AHP CAN DO-CA Bangladesh Rohingya Response শীর্ষক প্রকল্পের মাধ্যমে রামু উপজেলায় বাস্তবায়িত বিভিন্ন কার্যত্রম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ, উপজেলা প্রানি সম্পদ, উপজেলা মৎস্য, উপজেলা সমাজসেবা ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সেবাসমূহের একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।