এসএসপি পাশ করেই ডাক্তার !! ২৫ হাজার টাকা জরিমানা

0
262

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে

ডাক্তারি পাশ না করেও নামের আগে ডাক্তার লিখে নিয়মিত রোগীদের ব্যবস্থাপত্র দেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা বাজারের সুকুমার বৈদ্য (৪৫) নামের এক ভুয়া ডাক্তার।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ওই ভুয়া ডাক্তারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। সুকুমার বৈদ্য ধল্লা ইউনিয়নের চর উলাইল গ্রামের মৃত সুনীল কুমার বৈদ্যর পুত্র।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সুকুমার বৈদ্য উপজেলার ধল্লা বাজারে ‘ বৈদ্য মেডিকেল হল’ নামে একটি ফার্মেসী খুলে দীর্ঘদিন ধরে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার ফার্মেসীতে অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়েছে। সেই সাথে ভবিষ্যতে সে এমন কাজ করবেনা বলে মুচলেকা দিয়েছে।

তিনি আরো জানান, এসএসপি পাশ সুকুমার বৈদ্য ধামরাই থেকে পল্লী চিকিৎসার ওপর একটি কোর্স করে এমবিবিএস ডাক্তারদের মত চিকিৎসার পাশাপাশি রোগীদের ব্যবস্থাপত্র দিতেন। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ি কোন ব্যক্তি এমবিবিএস/ বিডিএস ব্যতিত নামের আগে ডাক্তার লিখতে পারবেনা।