ইউপি নির্বাচন: বাগেরহাটে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১; আহত ২০

0
324

মিজানুর রহমান মানিকঃ

গোপালগঞ্জ জেলার পার্শ্ববর্তী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলাধীন ২ নং চুনখোলা ইউপি নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আসাদ শেখ (৭২) নামে ১ জন নিহত এবং আহত হয়েছেন প্রায় ২০ জন ।

স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লাহাট উপজেলাধীন আসন্ন ইউপি নির্বাচনে ২ নং চুনখোলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তানজিল মুন্সীকে আ’লীগের মনোনয়ন না দিয়ে উক্ত ইউনিয়ন আ’লীগের সভাপতি মনোরঞ্জন পালকে মনোনয়ন দেওয়ায় বৃহস্পতিবার বিকেলে আনুমানিক সাড়ে ৫টার সময় শাসন মধ্যপাড়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে বর্তমান চেয়ারম্যানের পক্ষে শাসন গ্রামের মিকাইল চৌধুরী এবং মনোরঞ্জন পালের পক্ষে একই গ্রামের মোঃ মামুন শেখ নেতৃত্ব দেন। দুই পক্ষের সংঘর্ষে মনোরঞ্জন পাল এর পক্ষে মৃত কালা মিয়া শেখ এর ছেলে আসাদ শেখ (৭২) প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা: ফারুক আহম্মেদ তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় আরো প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতাল ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে, গোপালগঞ্জ সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।