আহাদুর_রহমান_সাইফ এর কবিতা

6
286

#অতীত_স্বপ্ন


কত স্বপ্ন আকা রাত্রির বুকে মাথা রেখে,
অপলক দৃষ্টিতে চেয়ে থেকে দীর্ঘনিশ্বাস
পতিত হয় একা অন্ধকার কোণে।
বিভীষিকাময় অতীত পিছু ডেকে তাড়া করে
আমার উজ্জ্বল স্মৃতিগুলো নিভে রয় নীল খামে।

আজ নতুবা চিরকাল,
চির চিন্তায় ডুবে রয় ছিন্ন অতীত
মাঝ নদে ডুবে যাওয়া নৌকার মাঝি ;
সব কেমন এক পূর্ণ নাটকের উৎকর্ষ
কিন্তু এক অঙ্কের পর হারিয়ে যাওয়া আকাঙ্ক্ষা।

আজও কত রাতে,
অশ্রুস্রোতের অবিরাম ঢেউ বয়ে আনে তোমায়
মনের কোনো এক বারান্দায় বসে তোমাতেই ভাবায়
আমি অপারগ, আমি ব্যর্থ তোমায় ভুলতে।
জানি না কোন তিথিডোরে হাসব আবার??
কেন এই ভিতরঘরে রক্ত খায়,
অতিথির লালসা জমে রয়……
তোমাতে মগ্ন থেকে পঙ্গুর ন্যায় ভিক্ষা করি
সুখের আশ খুঁজে পাওয়ার মিথ্যা ভাবনা রচিত করি।