আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে আ’লীগের দু’গ্রুপের মধ্যে হামলা সংর্ঘষ আহত ১০

0
280


সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শীরা ও স্থাণীয় সূত্রে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ভাটারা ইউনিয়ন আ’লীগের সম্মেলন করার লক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী শনিবার সকাল ১১টায় ভাটারা স্কুল অ্যান্ড কলেজের সভা কক্ষে এ সভা শুরু হয়। এ সময় বিভিন্ন ইউনিয়ন ওর্য়াড় আওয়ামীলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভায় জমায়াত হতে থাকে। সভা চলাকালিন সময়ে ভাটারা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের সমর্থকরা পারপাড়া গ্রাম থেকে রমজান আলী ও বুলবুল মিয়ার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা প্রধান সড়কে মিছিল বের করে সভার দিকে যেতে থাকে। এদিকে ইউপি সদস্য আ’লীগ নেতা সুলতান মাহমুদের সমর্থক নেতাকর্মীরাও মিছিল নিয়ে সভার স্থলে যাচ্ছিল। এ সময় দু’টি মিছিল অতিক্রম করার সময় হঠাৎ দু-গ্রুপের মধ্যে সংর্ঘষ বেধে যায়। একপর্যায়ে উভয় গ্রুপ লাঠিসোটা, ধারালো অস্ত্র নিয়ে হামলা ও সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- বুলবুল মিয়া, রমজান আলী, আলম মিয়া, মোখলেছুর রহমান, আনোয়ার হোসেন, মোঃ আলম ও ফরহাদ হোসেন। আহতদের মধ্যে রমজান আলী ও বুলবুল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দিকে একই ঘটনায় ভাটারা বাজার রেল ক্রসিং এলাকায় পৃথক ওই দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে পুলিশ। হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটলেও ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ভাটারা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল জানান, নেতাকর্মীরা বর্ধিত সভায় মিছিল নিয়ে আসার পথে বিএনপি থেকে আসা অনুপ্রবেশকারী নামধারী আওয়ামীলীগ ইউপি সদস্য সুলতাল মাহমুদের নেতৃত্বে হামলা চালায়।
আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য সুলতাল মাহমুদ জানান, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল ওর্য়াড় কমিটি করেছে তার পকেটের লোক দিয়ে। আমি ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলাম। আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পার্থী। এর জের ধরে বোরহান উদ্দিন বাদলের লোকজন আমার সর্মথকদের মিছিলের উপর হামলা করেছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভায় একটি মিছিল যাচ্ছিল। এ সময় পিছন থেকে কেবা কারা ঢেল ছুড়ে। এ নিয়ে হট্রগোল দেখা দেয়। এই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ঘটনা সাবাবিক