আজ বিশ্ব কুষ্ঠ দিবস-২০২২

4
368

কুষ্ঠরোগীর সামাজিক মর্যাদায় ঐক্যবদ্ধ আমরা সবাই

রবিবার, ৩০ শে জানুয়ারী ২০২২:

“কুষ্ঠরোগীর সামাজিক মর্যাদায় ঐক্যবদ্ধ আমরা সবাই” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে সারাদেশে ৩০ শে জানুয়ারী ২০২২ পালিত হচ্ছে বিশ্ব কুষ্ঠ দিবস।

দিবসটি পালন উপলক্ষ্যে এ বছর জাতীয় কুষ্ঠ কর্মসূচির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে, লেপ্রোসি এন্ড টিবি কো-অর্ডিনেটিং কমিটি (এলটিসিসি) এবং জাতীয় কুষ্ঠ কর্মসূচি (National Leprosy Programme-NLP) এর যৌথ আয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এক ‘স্টান্ডিং র‍্য্যালী’ অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও দিবসের প্রতিপাদ্য বিষয়ের শ্লোগান সম্বলিত মাস্ক বিতরণ, এনএলপি অফিস চত্বরে বৃহদাকার ঝুলন্ত ‘দেয়াল ব্যানার’ স্থাপন, পার্টনার সংস্থাসমূহের নিজ নিজ এলাকায় সম্ভ্যাব্যতা অনুসারে লেপ্রোসি চিকিৎসাকেন্দ্র সমূহে ব্যানার, লিফলেট বিতরণ, পোস্টার, র‌্যালি ইত্যাদির মাধ্যমে দিবসটি পালন করছে।

স্টান্ডিং র‌্যালিটি শুরু হয় সকাল দশটায় এবং উক্ত র‌্যালীতে কুষ্ঠ রোগে ভুক্তভোগী ব্যক্তিসহ প্রায় ১০০ জন এলটিসিসি-এর পার্টনার সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

ডা: শেখ মোহাম্মদ হাসান ইমাম, পরিচালক, এমবিডিসি এবং ডা: মো: খুরশীদ আলম, লাইন ডাইরক্টের টিবি-লেপ্রোসি, এএসপি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা র‌্যালিটি উদ্বোধন করেন এবং নেতৃত্ব দেন।

ডা: মোহাম্মদ ইউনুস আলী, উপ-পরিচালক, এমবিডিসি ও প্রোগ্রাম ম্যানেজার লেপ্রোসি, লেপ্রোসি পোগ্রাম, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা সহ র‌্যালীতে জাতীয় কুষ্ঠ কর্মসূচি, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচি এবং এলটিসিসি এর পার্টনার সংস্থাসমূহের বিভিন্ন কর্মকর্তা ও কর্মীবৃন্দ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন যাদের মধ্যে ডা: মো: শফিকুল ইসলাম, প্রাক্তন প্রোগ্রাম ম্যানেজার-লেপ্রোসি, স্বাস্থ্য অধিদপ্তর; ডা: সুমন বনিক, সহকারী পরচিালক লেপ্রোসী, ডা: তানজিনা ইসলাম, ডিপিএম (ট্রেনিং এন্ড লজিস্টিক), ডা: নাইমা হক, ডিপিএম (কো-অর্ডিনেশন), ডা: সোহেল রানা, এডি (লেপ্রোসি হসপিটাল), লেপ্রোসি প্রোগ্রাম, স্বাস্থ্য অধিদপ্তর; মি: শলোমন সুমন হালদার, চেয়ারম্যান, এলটিসিসি স্টিয়ারিং কমিটি ও কান্ট্রি ডিরেক্টর, টিএলএমআই-বাংলাদেশ; ডা: অং ক্য জাই মগ, কনভেনার, এলটিসিসি ও কান্ট্রি ডিরেক্টর, ডেমিয়েন ফাউন্ডেশন; ডা: ডেভিড পাহান, কান্ট্রি ডিরেক্টর, লপ্রো বাংলাদেশ; ডা: দীপক কুমার বিশ্বাস, মেডিকেল কো-অর্ডিনেটর, ডেমিয়েন ফাউন্ডেশন; মি: উজ্জল বদ্যৈ, অপারশেন পরিচালক, হীড বাংলাদেশ; মি: থমাস সিংহ, প্রোজেক্ট ম্যানেজার, লপ্রো বাংলাদেশ এবং মি: আলবার্ট সরকার, প্রোজেক্ট ম্যানেজার, দি স্যালভেশন আর্মি উল্লেখযোগ্য।

স্টান্ডিং র‌্যালীর সময় সেখানে উপস্থিত রিক্সাচালক, সিএনজি ড্রাইভার ও মোটর বাইক চালকদের কুষ্ঠ দিবসের শ্লোগান সম্বলিত গন্জেি ও মাস্ক প্রদান করা হয়।

স্টান্ডিং র‌্যালী শেষে স্বাস্থ্য অধিদপ্তর চত্তরে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশ্ব কুষ্ঠ দিবস ২০২২ এর তাৎপর্য বর্ণনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যাতে এ দিবসের গুরুত্ব বিশেষভাবে আলোচিত হয়।

বাংলাদেশ ১৯৯৮ সালে কুষ্ঠ নির্মূল অবস্থায় পৌঁছালেও এখনও প্রতিবছর বাংলাদেশে প্রায় চার হাজার লোক নতুন করে কুষ্ঠ রোগে আক্রান্ত হচ্ছে। এদের মধ্যে প্রায় শতকরা ৮ ভাগ নারী-পুরুষ প্রতিবন্ধিতার শিকার হচ্ছে এবং এখনও কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিগণ সামাজিক বৈষম্য, অপবাদ ও কুসংস্কারের শিকার হচ্ছে।

তাই কুষ্ঠ রোগ সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া অবধি; অর্থাৎ কুষ্ঠরোগ, কুষ্ঠ সংক্রমণ, কুষ্ঠজনিত প্রতিবন্ধিত্ব এবং কুষ্ঠ আক্রান্তের প্রতি অপবাদ ও বৈষম্য শূণ্যের কোঠায় নামিয়ে না আনা পর্যন্ত আমাদের সকলের একযোগে কাজ করতে হবে।

র‌্যালী শেষে ডা: মো: খুরশীদ আলম, লাইন ডাইরেক্টর টিবি-লেপ্রোসি-এএসপি- এর সভাপতত্বিে স্বাস্থ্য অধদিপ্তররে সম্মলেন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যাপক ডা: আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, মহাপরিচালক, স্বাস্থ্য অধদিপ্তর, স্বাস্থ্য ও পরবিার কল্যাণ মন্ত্রণালয় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখনে।

র‌্যালী ও আলোচনা অনুষ্ঠান সফল করার জন্য অংশগ্রহণকারী, আয়োজকবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ও কুষ্ঠ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে সমাপনী বক্তব্য রাখেন ডা: মো: খুরশীদ আলম, লাইন ডাইরেক্টর টিবি-লেপ্রোসি-এএসপি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা, বাংলাদেশ।